এমন বিশেষ দিনে নীতু কাপুরকে দারুণ এক শুভেচ্ছাবার্তা লিখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। শাশুড়ির জন্মদিন উপলক্ষে রণবীরের সঙ্গে বিয়ের আগে হলদি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। ছবিতে দেখা যাচ্ছে, আলিয়ার কপালে আলতো ভাবে চুমু এঁকে িদচ্ছেন শাশুড়ি নীতু। সেই আদুরে ছবিই পোস্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া।
advertisement
আরও পড়ুন: প্রস্রাবের রং গাঢ় হলুদ হচ্ছে, জন্ডিসে আক্রান্ত নয় তো?
ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, 'সবচেয়ে সুন্দর এক আত্মার অধিকারীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা.. আমার শাশুড়ি বন্ধু ও হবু দিদা... তোমাকে খুব ভালোবাসি!!!' ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানিও। নীতুর সঙ্গে ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখেছেন, 'হ্যাপিয়েস্ট বার্থডে লাইফলাইন তোমাকে সারাজীবন খুব ভালোবাসি'।
আরও পড়ুন: নিষেধের পরও দেদার প্লাস্টিক ব্যবহার করছেন? সাবধান! বড় সমস্যায় পড়তে পারেন
বৃহস্পতিবার রাতেই নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেট হয়েছে বাড়িতে। সেখানে ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি মেয়ে ও জামাই উপস্থিত ছিলেন। তবে দেখা যায়নি রণবীর ও আলিয়াকে। কয়েকদিন আগেই প্রথম সন্তান আসার কথা ঘোষণা করেছেন আলিয়া ভাট। ছবি পোস্ট করে জানিয়েছেন খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন রণবীর ও আলিয়া। সে কারণেই এদিন নীতু কাপুরকে দিদা বলে সম্বোধন করেছেন।