‘আরআরআর’ ছবির অস্কারজয়ী গান 'নাটু নাটু'-র হিন্দি ভার্শন 'নাচো নাচো'-তে দুই নারীর নাচ। দর্শকাসন থেকে ক্রমাগত হাততালি আর উল্লাসধনিতেই এ কথা স্পষ্ট যে দুই ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই নায়িকাকে বিশ্ববিখ্যাত গানে নাচ করতে দেখে যারপরনাই আনন্দ পেয়েছেন প্রত্যেকে।
আরও পড়ুন: ৫৭-র শাহরুখের গ্ল্যামারের ছটায় উজ্জ্বল NMACC, সুপারহিট ছবিতে 'কালো'-য় বাজিমাত!
advertisement
এই গানে রামচরণ এবং জুনিয়র এনটিআর-এর নাচের আমেজকে তুলে ধরলেন আলিয়া-রশ্মিকা। দুই নায়কের মতোই হুক স্টেপ মিলিয়ে স্টেজে আগুন ধরালেন অভিনেত্রীরা।
মঞ্চে জুতো খুলে নাচে যোগ দিলেন আলিয়া। নিজেরই ছবির গান, তার উপরে আবার অস্কার নিয়ে বাড়ি ফিরেছে এমএম কিরাবাণীর সুর, রাহার মায়ের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ সবাই। অন্যদিকে শাড়ি পরেই পা মেলালেন রশ্মিকা।
নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তারকাখচিত বর্ণাঢ্য অনুষ্ঠান মন জয় করে নিলেন সকলের। শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, গিগি হাদিদ, জেন্ডেয়া, টম হল্যান্ড, দিশা পাটানি, আয়ুষ্মান খুরানা, কে নেই এই তালিকায়! আলিয়া, রশ্মিকা ছাড়াও মঞ্চে নাচ করলেন বরুণ ধাওয়ান, রণবীর সিং, শাহরুখ খানও।