কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটালে আলিয়ার নাম লেকা হয়ে গিয়েছে। সুতরাং হাসপাতালে ভর্তি হতে খুব দেরি নেই বলেই মনে করা হচ্ছে। আগামী মাসের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকেই সন্তানের জন্ম হবে।
আরও পড়ুন: এক-সে-বরকর-এক মেটার্নিটি পোশাকে তাক লাগালেন আলিয়া, দেখুন অ্যালবাম
advertisement
আরও পড়ুন: দিদির সঙ্গে চুটিয়ে পুরি চাট খাচ্ছেন অন্তঃসত্ত্বা আলিয়া, উপভোগ করছেন আসন্ন মাতৃত্বের প্রতি মুহূর্ত
শোনা গিয়েছে, সন্তান জন্মের পর এক বছরের কর্মবিরতি নেবেন নতুন মা। সন্তানের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়ে, তাঁর লালন, পালনে ফোকাস দিয়ে তার পর ধীরে ধীরে কাজে ফিরবেন 'ডার্লিংস' নায়িকা।
তার মাঝেই আলিয়ার দু'টি ছবি মুক্তি পাবে। তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন' এবং করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।