শঙ্করের ইন্ডিয়ান ২-এর সেট কিছু দিন আগে মারাত্মক দুর্ঘটনার কবলে পরে। এর পর বন্ধ করা হয় ছবির শ্যুট। বর্তমান পরিস্থিতি কাটিয়ে আবার শ্যুট শুরু করার অপেক্ষায় রয়েছেন পরিচালক। ইন্ডিয়ান ২, ১৯৯৬ সালের একটি ব্লকবাস্টার রাজনৈতিক থ্রিলারের সিক্যুয়েল। ছবিতে কমল হাসান, সিদ্ধার্থ (Siddharth), কাজল আগরওয়াল (Kajal Aggarwal), রকুল প্রীত সিং (Rakul Preet Singh), প্রিয়া ভবানী শঙ্কর (Priya Bhavani Shankar) এবং বিবেক (Vivekh) উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন।
advertisement
রাজামৌলির আরআরআর-এ আলিয়া সীতার চরিত্রে অভিনয় করেছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আলিয়ার প্রথম লুক প্রকাশ পেয়েছে। রাম চরণ আলিয়ার পোস্টার ট্যুইট করে তাঁর চরিত্রটি পরিচয় করিয়ে দিয়েছিলেন।
ছবিটি একটি পিরিয়ড ড্রামা যার পুরো নাম ‘রামা রৌদ্র রশিতম’। এটির ইংরেজি অনুবাদ ‘রাইজ রেভোল্ট রিভেঞ্জ’। নাম থেকেই বোঝা যায়, ছবিটি স্বাধীনতা-পূর্বের পটভূমিতে সেট করা আছে। ছবিতে দু'জন মুক্তিযোদ্ধা, অলুরি সীতারাম রাজু ( Alluri Sitarama Raju) এবং কোমারাম ভীমের (Komaram Bheem) কাহিনী বর্ণনা করা হয়েছে, যাঁরা যথাক্রমে হায়দরাবাদের ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রাম চরণ, জুনিয়র এনটিআর (Jr NTR) এবং আলিয়া ছাড়াও ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণ (Ajay Devgan) এবং অলিভিয়া মরিস (Olivia Morris)।