কিছু মাস আগেই একরত্তি মেয়েকে হারিয়েছেন অ্যালবার্ট কাবো। ছোট্ট এভেলিনকে হারানোর পর স্ত্রী পূজার জোরাজুরিতে তিনি জি টিভি সারেগামাপাতে নাম দেন। সেখানে গিয়েই একটু একটু করে ঘুরে দাঁড়ান। লড়াই করেন নিজের এই ভয়ঙ্কর ক্ষতর সঙ্গে। একই সঙ্গে সেখানে গিয়ে গান গেয়ে সবার মন জিতে নেন বাংলার এই পাহাড়ি ছেলে কাবো। শুধুই কি তাই, তিনি এবারের জি টিভি সারেগামাপায়ের বিজয়ীও হয়েছেন।
advertisement
আরও পড়ুন: অন্তর্বাসের কালো ফিতে বেরিয়ে, উন্মুক্ত বক্ষবিভাজিকা, কাজল-কালো নেশাতুর চোখ! এ কোন সুমনা? ভাইরাল ছবি
আরও পড়ুন: শুধু বাগান সাজানো নয়, খুশকি তাড়াতে গাঁদা ফুলের এই গুণ অব্যর্থ! জানলে জীবন বদলে যাবে
আর কালিম্পংয়ের শীতল পাহাড়ের বাড়িতে ফিরেই কাবো গেলেন মেয়ের সমাধিতে। নিজে হাতে মেয়ের সমাধি সাজিয়ে দিলেন ফুলে-মালায়। ফুল দিলেন দিদি, ঠাকুমার কবরেও। আট মাসের দুধের শিশুকে হারিয়েছেন কাবো ও তাঁর স্ত্রী। ২৬ অগাস্ট থেকে শুরু হয়েছিল হিন্দি সারেগামাপা। কাবো এবার সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নিজের গানের জাদুতে বিচারক নীতি মোহন, হিমেশ রেশমিয়া ও অনু মালিকের মন জয় করে একেবারে চ্যাম্পিয়ন কাবো।
২৬ নভেম্বর সম্প্রচারিত হয়েছে জি টিভি সারেগামাপার ফিনালে। সেখানেই চারজনকে হারিয়ে সেরার সেরা খেতাব জয় করেছেন অ্যালবার্ট কাবো লেপচা। এরপর তিনি ২৭ নভেম্বর ফিরে আসে তাঁর বাড়িতে। বাগডোগরা বিমানবন্দরে নামতেই উত্তরীয়, টুপি পরিয়ে তাঁকে সাদরে বরণ করা হয়। গাওয়া হয় গান, দেওয়া হয় স্লোগান। এরপরই প্রিয়জনদের কাছে এলেন কাবো।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F