সেখানে যেমন ছবির প্রচার করেন। তার পাশাপাশি মহাদেবের কাছে প্রার্থনাও সেরে আসেন। ভুল ভুলাইয়া ২ এর প্রচারে অভিনেতা কার্তিক আরিয়ানও পৌঁছে গিয়েছিলেন বারাণসীতে। আর এবার নিজের ছবির প্রচারে গেলেন অক্ষয়। অভিনেতা নিজের ইনস্টাগ্রামে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি গোলাপি রঙের কুর্তা পরে, কপালে তিলক কেটে, হাতে প্রদীপ ও ফুলের থালা নিয়ে প্রার্থনা করছেন। ক্যাপশনে লিখেছেন, 'হর হর মহাদেব'।
advertisement
গঙ্গার তীরে বহু ভক্তের সমাগমের মাঝেই এবং পুরোহিতের উপস্থিতিতে পুজো করেন অক্ষয় ও মানুষী।তবে এখানেই শেষ নয়। হঠাৎই সকলকে অবাক করে কুর্তা পাজামা পরেই দিয়ে গঙ্গায় ডুব দেন অক্ষয়। এই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মানুষীও এদিন বেশ কিছু ছবি শেয়ার করেন। তাঁর পরনে ছিল গোলাপি রঙের সালওয়ার কুর্তা।
আরও পড়ুন- হৃতিকের প্রেমিকাকে আদর করে কী নামে সুজ্যান ডাকেন জানেন? নেটিজেন অবাক
প্রসঙ্গত, আগামী ৩ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সম্রাট পৃথ্বীরাজ। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ছবিতে এছাড়াও অভিনয় করেছেন সোনু সুদ, সঞ্জয় দত্ত, মানব ভিজ, আসুতোষ রাণা ও সাক্ষী তনওয়ার।