ভুমি এবং আয়ান্দ এল রাইয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অক্ষয় এদিন নিজের Twitter হ্যান্ডেলে লেখেন, 'যখন কেউ খুশি থাকে, তখন তা তাঁদের দেখলেই বোঝা যায়। এইমুহূর্তে ভূমিকে পেয়ে সেই একই অবস্থা আমাদের সবার।'
এই সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক আনন্দ-এর দীর্ঘদিনের সঙ্গী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার হিমাংশু শর্মা(Himanshu Sharma)। ‘জিরো’(Zero), ‘রাঞ্জানা’ (
প্রসঙ্গত, গত বছর রাখি উৎসবের দিন এই ছবির ঘোষণা করেছিলেন অক্ষয়। ছবির নাম শুনেই কিছুটা আঁচ করা যায় যে, ছবিটির কাহিনী ভাই ও বোনের সম্পর্কের উপর নির্ভর করেই হবে। ছবির গল্প ও চিত্রনাট্য স্রেফ একবার শুনেই এই ছবিতে কাজ করতে রাজি হয়ে যান অক্ষয়, সেকথা নিজেই জানিয়েছেন অভিনেতা। বলি তারকা জানান, এই 'রক্ষা বন্ধন' ছবিটি যে তাঁর ছোট বোন অলকাকে উৎসর্গ করেছেন।
বলিউডের ‘খিলাড়ি’-র এই নতুন ছবির প্রোযোজক হিসাবে রয়েছেন তারই বোন অলকা ভাটিয়া এবং পরিচালক আনন্দ রাই। এই সিনেমার জন্য হাত মিলিয়েছে দুটি প্রোযোজনা সংস্থা ‘কালার ইয়োলো প্রোডাকশান’(Colour Yellow Production) ও ‘কেপ অফ গুড ফিল্মস’(Cape of Good Films)। এখন অক্ষর-ভূমির এই নতুন ছবির জন্য অপেক্ষা করে আছে দর্শকমহল।