সূত্রের খবর ছ-ঘণ্টা প্রশ্নোত্তর পর্বের পর সোমবার সন্ধেয় নয়াদিল্লি ইডি (Enforcement Directorate) অফিস ছাড়েন বচ্চন-বধূ৷ ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) এদিন তাঁর বয়ানে ইডি আধিকারিকদের সন্তুষ্ট করতে পেরেছেন, না কি অভিনেত্রীকে ফের ডাকা হবে সে বিষয়টি স্পষ্ট নয় এখনও৷ তবে এদিন অভিষেক-পত্নীর বয়ান রেকর্ড করেন ইডি আধিকারিকরা৷
আরও পড়ুন: ঐশ্বর্যকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের জের? সংসদে মেজাজ হারিয়ে যা করে বসলেন জয়া বচ্চন...
advertisement
সূত্রের খবর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি সংস্থায় অর্থ গচ্ছিত রয়েছে ঐশ্বর্যর ৷ আর সে কারণেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ অভিনেত্রী (ED Questioned Aishwarya Rai Bachchan) এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) কাছে বৈদেশিক ওই সংস্থার সঙ্গে তাঁর বিগত 15 বছরের লেনদেনের নথি জমা করেছেন বলেও জানা গিয়েছে ৷
২০১৬ সালে বিশ্বজুড়ে নানা বিশিষ্ট ব্যক্তিত্ব ও কর্পোরেট হাউসের প্রতারণা ও কর ফাঁকি সংক্রান্ত নথি ফাঁস হয়ে গিয়েছিল পানামা পেপার্স কেলেঙ্কারিতে৷ ফাঁস হওয়া নথি আসলে একটি জার্মান সংবাদপত্রের ছিল বলে জানা গিয়েছে ৷ সেখানে নাম জড়ায় ৫০০ জন ভারতীয়ের৷ তালিকায় ঐশ্বর্য রাই বচ্চনের পাশাপাশি ছিল শ্বশুর অমিতাভ বচ্চনের নামও ৷
ইডি সূত্রের খবর, এর আগেও বার দু’য়েক ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দু’বারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণও করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু সোমবার আর তা হয়নি।
প্রসঙ্গত, এর আগে জুলাই মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, পানামা পেপার্স মামলা থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম তুলে নেওয়ার জন্য শাহবাজ শরিফ নাকি ইমরানকে ১০০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন ৷ নওয়াজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয় শরিফকে ৷ দু বছর পর ফের ফাঁস হয় পানামা পেপার্সের নথি ৷