তবে কি জল্পনাই সত্যি? আর একসঙ্গে থাকেন না অভিষেক-ঐশ্বর্যা? বিবাহ-বিচ্ছেদ কি সত্যিই হতে চলেছে? ঐশ্বর্যার আলাদা উপস্থিতির ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা।
যদিও ঐশ্বর্যা সপ্রতিভ। আশীর্বাদের সন্ধ্যায়ও হেসে হাত নাড়লেন সবার উদ্দেশে। পরনে জমকালো গাউন। উপরে কালোর উপর বেগুনি পাড়ের রোব। ঐতিহ্যবাহী মাং টিকা ছিল তাঁর কপালে। পাশে আবিরের মতো স্নিগ্ধ আরাধ্যা। মা মেয়ের সুন্দর বন্ধন দেখেও মুগ্ধ হন অনুরাগীরা। যদিও ঘুরেফিরে ক্যামেরায় চলে আসেন বচ্চন পরিবারের বাকিরা। নাতনির সঙ্গে স্ত্রীর সঙ্গে পোজ দিয়ে চলেছেন অমিতাভ। একবারও কথা বললেন না পুত্রবধূর সঙ্গে। পরিবারের মাঝে হঠাৎ যেন চিড় ধরে গিয়েছে। যা আর আড়ালে থাকল না। যদিও অনন্ত-রাধিকার বিয়ের দিনের একটি ভাইরাল হয়েছে। তাতে স্বামী অভিষেকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। ফ্রেমে রয়েছেন হৃত্বিক রোশনও। অভিষেক আর হৃত্বিক পাশাপাশি বসে। লাল লেহেঙ্গায় ঐশ্বর্যা দাঁড়িয়ে গম্ভীর ভাবে কিছু বলছেন অভিষেককে। সেই ছবি ঘিরেও শুরু হয়েছে জল্পনা।
advertisement
অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়া তারকাদের পরনেও ছিল ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। যা হয়ে উঠেছে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন। আসর মাতিয়েছিলে গোটা বলিউড! সঙ্গে হলিউড শিল্পীরাও। কে ছিলেন না অতিথির তালিকায়! প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ক্লোয়ি কার্দাশিয়ান, রাম চরণ, জন সিনা, রেমা, জ্যাকি শ্রফ, শাহরুখ খান, গৌরি খান, অমিতাভ বচ্চন, রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, অর্জুন কাপুর, খুশি কাপুর, সারা আলি খান প্রমুখরা। ১৪ জুলাই অনন্ত-রাধিকার রিসেপশন উপলক্ষে আবারও জোরদার শেষ দিনের অনুষ্ঠান।