সদ্য অস্ত্রোপচার হল ঐন্দ্রিলার মায়ের। পেরিয়েছে এক সপ্তাহ। অস্ত্রোপচার সফল হলেও শরীরে যন্ত্রণা রয়েছে প্রবল। নিউজ18 বাংলাকে শিখা শর্মা বললেন, "৮ ঘণ্টার অপারেশন হয়েছে৷ তাই যন্ত্রণা তো থাকবেই। কিন্তু সফল হয়েছে অপারেশন।" পরবর্তী কেমোথেরাপিগুলি কবে নেবেন, তা এখনও ঠিক হয়নি বলেই জানালেন তিনি। সেলাই কাটার পর তারিখ ঠিক হবে। গত ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হয় ঐন্দ্রিলা শর্মার মায়ের।
advertisement
ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে তাঁর। মেয়ে অসুস্থ হওয়ার আগেই এই খবর পাওয়া গিয়েছিল। ঐন্দ্রিলা নিজে সমস্ত ব্যবস্থা করে মাকে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলেন। দিল্লি গিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আসেন তিনি। কিন্তু সেই মেয়েই আজ নেই। তবে অপারেশনের সময়ে মেয়ে ঐন্দ্রিলা পাশে না থাকলেও উপস্থিত ছিলেন মেয়ের প্রেমিক, সঙ্গী অভিনেতা সব্যসাচী চৌধুরী।
আরও পড়ুন: আমার কেমোর দিনই ঐন্দ্রিলার ১০ বার হার্ট অ্যাটাক! ক্যানসার যুদ্ধে চোখে জল মায়ের
আরও পড়ুন: 'আমার কাউকে কিছু প্রমাণ করার নেই', আগল ভেঙে অবশেষে নিজের কথা জানালেন সব্যসাচী
১৪ বছর আগে প্রথম বার দু'টি ওভারিতে ক্যানসার ধরা পড়ে তাঁর। ঐন্দ্রিলা তখন বেশ ছোট। তার পর আবার সেই রোগ দানা বাঁধল শিখা শর্মার শরীরে। ইতিমধ্যে ১১টি কেমোথেরাপি নেওয়া হয়ে গিয়েছে তাঁর। নিতে হবে মোট ১৮টি।