TRENDING:

Aindrila Sharma's mother Shikha Sharma: ৮ ঘণ্টার অপারেশন, পাশে ছিলেন সব্যসাচী! ক্যানসারের সঙ্গে লড়াই ঐন্দ্রিলার মায়ের

Last Updated:

Aindrila Sharma's mother Shikha Sharma: ১৪ বছর আগে প্রথম বার দু'টি ওভারিতে ক্যানসার ধরা পড়ে তাঁর। ঐন্দ্রিলা তখন বেশ ছোট। তার পর আবার সেই রোগ দানা বাঁধল শিখা শর্মার শরীরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লড়াইয়ের যেন শেষ নেই। যুদ্ধ চলছে তো চলছেই। একদিকে এক পরিবারের কয়েকটা মানুষ। উল্টো দিকে কঠিন দুরারোগ্য ব্যাধি। ক্যানসার। বাড়ির সবথেকে ছোট মেয়ে এই রোগের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন। একবার নয়। দু'বার। কিন্তু শেষ রক্ষা হল না। গত ২০ নভেম্বর বাবা, মা, দিদি, প্রেমিককে ছেড়ে চলে গেলেন চিরঘুমে। প্রথমে ব্রেন স্ট্রোক, তার পর নানা রকমের জটিলতা। আজ সেই একই লড়াই করছেন তাঁর মা। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মেয়েকে শান্তি দেবেন তিনি। সেই মা আর মেয়ের নাম, শিখা শর্মা এবং ঐন্দ্রিলা শর্মা
মায়ের সঙ্গে ঐন্দ্রিলা
মায়ের সঙ্গে ঐন্দ্রিলা
advertisement

সদ্য অস্ত্রোপচার হল ঐন্দ্রিলার মায়ের। পেরিয়েছে এক সপ্তাহ। অস্ত্রোপচার সফল হলেও শরীরে যন্ত্রণা রয়েছে প্রবল। নিউজ18 বাংলাকে শিখা শর্মা বললেন, "৮ ঘণ্টার অপারেশন হয়েছে৷ তাই যন্ত্রণা তো থাকবেই। কিন্তু সফল হয়েছে অপারেশন।" পরবর্তী কেমোথেরাপিগুলি কবে নেবেন, তা এখনও ঠিক হয়নি বলেই জানালেন তিনি। সেলাই কাটার পর তারিখ ঠিক হবে। গত ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হয় ঐন্দ্রিলা শর্মার মায়ের।

advertisement

ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে তাঁর। মেয়ে অসুস্থ হওয়ার আগেই এই খবর পাওয়া গিয়েছিল। ঐন্দ্রিলা নিজে সমস্ত ব্যবস্থা করে মাকে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলেন। দিল্লি গিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আসেন তিনি। কিন্তু সেই মেয়েই আজ নেই। তবে অপারেশনের সময়ে মেয়ে ঐন্দ্রিলা পাশে না থাকলেও উপস্থিত ছিলেন মেয়ের প্রেমিক, সঙ্গী অভিনেতা সব্যসাচী চৌধুরী

advertisement

আরও পড়ুন: আমার কেমোর দিনই ঐন্দ্রিলার ১০ বার হার্ট অ্যাটাক! ক্যানসার যুদ্ধে চোখে জল মায়ের

আরও পড়ুন: 'আমার কাউকে কিছু প্রমাণ করার নেই', আগল ভেঙে অবশেষে নিজের কথা জানালেন সব্যসাচী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৪ বছর আগে প্রথম বার দু'টি ওভারিতে ক্যানসার ধরা পড়ে তাঁর। ঐন্দ্রিলা তখন বেশ ছোট। তার পর আবার সেই রোগ দানা বাঁধল শিখা শর্মার শরীরে। ইতিমধ্যে ১১টি কেমোথেরাপি নেওয়া হয়ে গিয়েছে তাঁর। নিতে হবে মোট ১৮টি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma's mother Shikha Sharma: ৮ ঘণ্টার অপারেশন, পাশে ছিলেন সব্যসাচী! ক্যানসারের সঙ্গে লড়াই ঐন্দ্রিলার মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল