TRENDING:

কুমার শানু-অলকা ইয়াগনিকের সুপারহিট গান, সুমনা চক্রবর্তীর মিষ্টি অভিনয়ের ভিডিও ভাইরাল

Last Updated:

পাস ও আনেলাগি জরা জরা গানের সুরের আকাশে ঢেউ তুলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মানুষের মনোরঞ্জনেই দিনের সিংহভাগ কেটে যায় সুমনা চক্রবর্তীর মত অনেকেরই ৷ প্রতিদিন তুমুল পরিশ্রম শিফটের পরে শিফট ক্রমশই লড়ে যাওয়া, অক্লান্ত পরিশ্রম করতে হয় ৷ সেই পরিশ্রমের ফলেই লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করছেন ৷ দর্শকদের বিচারে বা দর্শকদের ভালবাসায় দিনের পর দিন সাফল্য পেয়েছেন ৷ ধারাবাহিকে অভিনয় করার সৌজন্যে প্রতিটি ঘরে ঘরে আজ পৌঁছে গিয়েছেন ৷
advertisement

বর্তমানে চিরদিনই আমি যে তোমার এই ধারাবাহিকে অভিনয় করছেন সুমনা চক্রবর্তী ৷ এক ঘেয়ে শিডিউলের মাঝেই একটুখানি অন্য রকমের ভাললাগা সৃষ্টি হয়েছে ৷ প্রবল চাপের মাঝেও কাঁপিয়েছেন কুমার শানুর ও অলকা ইয়াগনিকের সুপারহিট গান পাস ও আনে লাগি জরা জরা ম্যায় খিলারি তু আনাড়ি গানে এক সুন্দর ভিডিও শ্যুট করেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সুমনা চক্রবর্তীর দুর্দান্ত ফের তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ গানটিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও রাগেশ্বরী ৷ সেই গানের সাহায্যে ভিডিও শ্যুট করে দুর্দান্ত সাড়া ফেলেছেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
কুমার শানু-অলকা ইয়াগনিকের সুপারহিট গান, সুমনা চক্রবর্তীর মিষ্টি অভিনয়ের ভিডিও ভাইরাল