সম্প্রতি ই-টাইমস-এ দেওয়া একটি সাক্ষাৎকারে লতাজির কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন আদনান ৷ ফিরে যান সেই দিনে, যেদিন 'ক্যুইন অফ মেলোডি' নিজেই ফোন করে তাঁর একটি গানের প্রশংসা করেছিলেন ৷
সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একটি কাওয়ালি গেয়েছিলেন আদনান৷ তাঁর কথায় ‘‘ বজরঙ্গি ভাইজানের জন্য 'ভর দো ঝোলি মেরি' রেকর্ড করার পরই আমায় ফোন করেন লতাজি৷ লতাজি স্বয়ং মা সরস্বতীর পুনর্জন্ম, তাঁর গান শুনে বড় হয়েছি, তাঁকে আমি পুজো করি, তাঁর কাছ থেকে এমন প্রসংশা পাওয়ার মুহূর্ত আমার সারাজীবনের অন্যতম সেরা স্মৃতি।'
advertisement
আরও পড়ুন: অস্কারের মঞ্চে ‘কাঁপছিলেন’ রাম চরণ! কিন্তু কেন? সত্যিটা সামনে আনলেন স্ত্রী উপাসনা
লতাজির সঙ্গে দেখা করা ছিল আদনানের স্বপ্ন, ভারতে আসার পর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আদনানের কথায় ‘‘ লতাজি আমার সুরে গান গেয়েছেন,এটাই আমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য’’৷ গায়ক এও জানান, শুধু তিনিই নন, তাঁর বাবাও লতা মঙ্গেশকরের গানের বড় ভক্ত৷ লতাজির গলায় ‘ধীরে ধীরে সে আজা রে আঁখিও মে’ শুনতে শুনতে ঘুমোন তিনি।