TRENDING:

কোভিড আক্রান্ত হওয়ায় হয়তো অধরাই থেকে যেত বিশ্ব সৌন্দর্যের মঞ্চ, প্রথম না হয়েও নিরাশ নন অ্যাডলিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : যথাসময়ে কোভিড থেকে সুস্থ না হলে হয়তো অংশই নেওয়া হত না বিশ্বসুন্দরীর মঞ্চে ৷ শেষ অবধি সুস্থ হলেন এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ থেকেই অ্যাডলিন ক্যাস্টেলিনো পাড়ি দিলেন আমেরিকার ফ্লোরিডায় ৷ সৌন্দর্য প্রতিযোগিতার বিশ্বমঞ্চে চতুর্থ স্থান অধিকার করেন এই কর্নাটকী সুন্দরী ৷
advertisement

অ্যাডলিন জানিয়েছেন, তিনি তিন বছর ধরে স্বপ্ন দেখছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার ৷ কিন্তু কোনওদিন ভাবতেও পারেননি প্রস্তুতি পর্বে এত বড় ধাক্কা খাবেন ৷ তাঁর কথায়, ‘‘ মাঝে মাঝেই মনে হত মিস ইউনিভার্সে অংশ নেওয়া খুব কঠিন ৷ যোগদান যে করতে পারব, সেটাই কখনও মনে হয়নি ৷ কোভিড থেকে সুস্থ হওয়ার পরেও এত ক্লান্তি থাকে যে আমার জন্য বহু কাজ বাকি রয়ে গিয়েছিল ৷ সুস্থ হওয়ার জন্য আমি প্রচুর জল খেতাম ৷ চেষ্টা করেছিলাম শরীর, মন ও আত্মা নিয়েই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার৷’’

advertisement

তিনি যখন রওনা হয়েছিলেন, তখন ভারতে অতিমারির দ্বিতীয় ঝড় শুরু হয়ে গিয়েছে ৷ এখনও সেই ঝড়ে দেশ বিপর্যস্ত ৷ ‘‘ আমি শুধু মাথায় রেখেছিলাম, যে আমি দেশের নাম আমি বহন করছি ৷ অতিমারির মধ্যে আমি দেশে কিছু আশার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলাম ৷ ’’

প্রতিযোগিতায় অংশ নেওয়া সময় তিনি অনুভব করেছেন সেখানে ভারতের জন্য সহানুভূতির অভাব নেই ৷ কিন্তু তিনি দেখাতে চেয়েছিলেন ভারতও যথেষ্ট শক্তিধর ৷ দেশের অন্তরাত্মার শক্তি তিনি প্রমাণ করতে পেরেছেন, সে বিষয়ে প্রত্যয়ী এই তরুণী ৷

advertisement

গত ১৬ মে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় চতুর্থ স্থান পান অ্যাডলিন ৷ ২০০০ সালে এই প্রতিযোগিতায় প্রথম স্থান পান লরা দত্ত ৷ সেলিনা জেটলি ২০০১ সালে চতুর্থ বিজয়িনী হন ৷ এর পর ২০ বছরের ক্ষরা কাটিয়ে কোনও ভারতীয় এই প্রতিযোগিতায় প্রথম পাঁচজনের মধ্যে স্থান পেলেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্ব সৌন্দর্যের মঞ্চে প্রথম তিন জনের মধ্যে থাকতে না পেরে অ্যাডলিন নিরাশ বা হতাশ নন৷ বলেছেন, ‘‘আমি অনুতপ্ত নই৷ কারণ প্রথম স্থান একজনই পান ৷ প্রতিযোগিতায় কয়েক জন বলিষ্ঠ নারীর সঙ্গে আমার আলাপ হয়েছে ৷ সেই অভিজ্ঞতা আমাকে অনুপ্রাণিত করেছে৷’’ এই প্রেরণা নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চান কোভিডজয়ী অ্যাডলিন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কোভিড আক্রান্ত হওয়ায় হয়তো অধরাই থেকে যেত বিশ্ব সৌন্দর্যের মঞ্চ, প্রথম না হয়েও নিরাশ নন অ্যাডলিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল