গত সোমবার এবং মঙ্গলবার বক্স অফিস কালেকশন অনেকটাই পড়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃহস্পতিবার এবং শুক্রবার থ্রি ডি-তে এই ছবি দেখা যাবে মাত্র ১৫০ টাকায়। টি সিরিজ একটি বিজ্ঞাপন শেয়ার করেছেন, যেখানে লেখা, ’২২ এবং ২৩ জুনের জন্য বিশেষ অফার। থ্রি ডি-তে এই ছবি দেখুন মাত্র ১৫০ টাকায়।’ নীচে লেখা, ‘পরিবর্তিত সংলাপ থাকবে।’
আরও পড়ুন: ‘পাঠানকে’ পিছনে ফেলে দৌড় ‘আদিপুরুষ’-এর! ১০০ কোটি হয়েছে আগেই, এবার কত
তবে ১৫০ টাকায় টিকিটের দাম শুরু হবে কয়েকটি রাজ্যে। তালিকা থেকে বাদ একাধিক রাজ্য, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কেরল এবং তামিলনাড়ু।
আরও পড়ুন: ‘আমার ক্যানসার হয়েছে’, ভুয়ো বার্তা ছড়ানোর পরই রহস্যমৃত্যু! দেহ মিলল ৩৩ বছরের জনপ্রিয় গায়কের
প্রসঙ্গত, ছবির যে যে অংশ এবং সংলাপ নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন দর্শকমহল, সেই অংশ পরিবর্তন করা হয়েছে। আর সেই পরিবর্তিত ছবি দেখার জন্যই আমন্ত্রণ জানালেন নির্মাতারা।
রাউত এই ছবিতে রাঘবের চরিত্র অভিনয় করছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস। জানকীর চরিত্রে দেখা গিয়েছে কৃতী স্যাননকে। অন্যদিকে ‘রাবনের’ চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে উঠেছিল নানান বিতর্ক। ছবি সম্পর্কে সমালোচকদের প্রতিক্রিয়াও খুব একটা ভাল নয়।