তবে বহুদিন ধরেই আদা(Adah Sharma) সিনেমা নয় ব্যস্ত রয়েছেন মডেলিং ও ফটোশ্যুট নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। বিশেষ করে ইনস্টাগ্রামে। সেখানেই মাঝে মধ্যে নিজের জীবনের অনেক কিছুই শেয়ার করতে দেখা যায় নায়িকাকে।
১৪ ফেব্রুয়ারি ছিল ভি ডে। ভালবাসার দিন। এই দিন সবাই নিজেদের ভালবাসার মানুষের সঙ্গে মেতে থেকেছেন। বলিউডেও নানা সেলিব্রেশন চোখে পড়েছে। তবে আদা এই দিনটাকে একেবারে অন্যভাবে পালন করলেন। তাঁর জীবনে প্রেম বা প্রেমিক নিয়ে এই মুহূর্তে কিছু খবর নেই। আর তাই একাই(Adah Sharma) একেবারে অন্যভাবে সেলিব্রেট করলেন ভিডে।
advertisement
ভিডে-তে আদা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি অভিনব মডেলিংয়ের ভিডিও। যা নিয়ে এখন তুমুল চর্চা চারিদিকে। মুম্বইয়ের রাস্তায় কালো হট ড্রেস, খোলা চুল, কালো হাইহিলসে দেখা গেল আদাকে। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আদা যা করলেন তাতে চমকেছেন অনেকেই। এই রকম ভাবে সেজে আদা চলে গেলেন ময়লা ফেলতে। দু'হাতে গারবেজ ব্যাগ নিয়ে আদা(Adah Sharma) শহরের ময়লা ফেলার জায়গায় চলে গেলেন। এবার সেখানে গিয়ে এক একটা জঞ্জাল ফেলার বক্সকে জড়িয়ে ধরে ছবি তুললেন তিনি। ডাস্ট বিনের সঙ্গেই নানা কায়দায় পোজ দিলেন। ময়লা পরিস্কারও করলেন।
আরও পড়ুন: ২৭ বছর পর 'আঁখিয়া মিলাউ, কভি আঁখিয়া চুরাউ' গানে নাচলেন মাধুরী ও সঞ্জয় কাপুর! মুগ্ধ বলিউড
এই ভিডিও শেয়ার করে আদা লেখেন, " এই ধরণের ছেলেতেই আমি আকর্ষিত হই। তাকে ট্যাগ কর যারা আমার মতো এই ছেলেদের পছন্দ করে। আশা করবো সকলে মজা বুঝতে পারছ।"
এই ভিডিও দেখে অনেকেই অনেক কিছু লেখেন। অভিনেত্রী বিদিতা বাগ লেখেন, "এই আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করো না।" কেউ বলেছেন 'গারবেজ ফ্যান্টাসি'। আবার কেউ লিখেছেন, বোন আমাদের বাড়ির ময়লা গুলোও নিয়ে যাও।" এই ভিডিও আপাতত নেট দুনিয়ায় ভাইরাল।