প্রেমে পড়ে ২০ বছর আগে বিয়ে করেন শ্রুতি এবং অমরেশ। দুই সন্তানকে নিয়ে তাঁরা হনুমন্তনগরে ভাড়া বাড়িতে থাকেন। জানা গিয়েছে, তাঁদের সম্পর্ক এবং দাম্পত্য তিক্ততায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল সম্প্রতি। তিন মাস আগে তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে নিজের ভাইয়ের সঙ্গে থাকছিলেন শ্রুতি। টাকা তছরুপের অভিযোগ এনে এর আগেও হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্রুতি।
advertisement
তিক্ততা মিটমাট করে বৃহস্পতিবার এই দম্পতি আবার একসঙ্গে থাকতে শুরু করে। পরের দিনই সন্তানরা কলেজে চলে যাওয়ার পর স্ত্রীর উপর অমরেশ হামলা চালান বলে অভিযোগ। তিনি প্রথমে গোলমরিচ ছুড়ে দেন স্ত্রীর চোখ লক্ষ্য করে। তার পর পাঁজর, থাই, ঘাড়-সহ শরীরের একাধিক অঙ্গে আঘাত করেন ছুরি দিয়ে। অভিযোগ, শ্রুতির মাথা দেওয়ালে ঠুকে দেন তাঁর স্বামী।
ভিক্টোরিয়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় অভিনেত্রী শ্রুতির চিকিৎসা চলছে৷ স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অমরেশের বিরুদ্ধে৷