বিয়ে জন্য পুরোপুরি তৈরি পাত্র ও পাত্রী পক্ষ৷ সৌম্য-সন্দীপ্তার বিয়ে ৭ ডিসেম্বর৷ আগেই হয়েছে বাগদান এবং রিং সেরিমনি৷ আংটি বদল হয়েছে তাঁদের৷ একেবার স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান৷ সেই দিনের অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে৷
আরও পড়ুনJojo Mukherjee Son: ৪বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম
advertisement
সন্দীপ্তা খুবই ভাল নাচেন৷ ফলে নিজের সঙ্গীতে তাঁর পারফরমেন্স ছিল নজরকাড়া৷ তবে শুধু তিনিই মন কাড়েননি৷ সকলকে অবাক করেছেন তাঁর হবু স্বামী সৌম্য৷ কারণ তিনি একেবারে বলিউড স্টাইলে সন্দীপ্তাকে প্রোপেজ করেছেন, গেয়েছেন গান৷ তাঁদের বাগদান থেকে আংটি বদল ছিল পুরো রূপকথার মতো৷
তবে রিং সেরিমনির অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই নেচে মাতিয়ে দিয়েছিলেন৷ সেই দিনে অনুষ্ঠানে পরিবারের লোকেরা ও হাতে গোনা বন্ধুরাই উপস্থিত ছিল৷
আরও পড়ুনSourav-Dona Video: সৌরভ-ডোনার একই মঞ্চে নাচ, এমন ভিডিও সবসময় দেখা যায় না! দেখুন
নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
রিং সেরিমনির দিন সাদা লেহেঙ্গায় সোনালি কাজ, সে ছবি হার মানাবে বলিউডি বিয়েকেও৷ সৌম্যের পরনেও ছিল সাদা পাঞ্জাবি৷ এখন সকলের অপেক্ষা বিয়ের দিন সন্দীপ্তা-সৌম্য কেমন সাজবেন৷
২০০৭ সালে ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন, তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এর পর কেটেছে বহু বছর। ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।