TRENDING:

Puja Banerjee: গোয়ায় তাঁর স্বামীকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা আদায়! ‘সর্বস্ব হারানো’ অভিনেত্রী পূজা ও তাঁর স্বামী কুণালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ টালিগঞ্জের প্রযোজকের স্ত্রীর

Last Updated:

Puja Banerjee: FIR দায়ের হয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়, কুণাল বর্মা ও পীযূষ কোঠারির বিরুদ্ধে। তিনি আরও জানান,আপাতত উত্তর গোয়া এসপি-র নেতৃত্বে গোয়া পুলিশের সহযোগিতায় তাঁর স্বামী নিরাপদে উদ্ধার হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আরও একবার বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগকারিণী নিজেই এ বার অভিযুক্ত৷ তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রযোজক শ্যামসুন্দর দে-এর স্ত্রী মালবিকা৷ তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন, গোয়াতে তাঁর স্বামীকে অপহরণ করেছিলেন পূজা ও তাঁর স্বামী কুনাল। তিনি আরও বলেন, FIR দায়ের হয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়, কুণাল বর্মা ও পীযূষ কোঠারির বিরুদ্ধে। তিনি আরও জানান,আপাতত উত্তর গোয়া এসপি-র নেতৃত্বে গোয়া পুলিশের সহযোগিতায় তাঁর স্বামী নিরাপদে উদ্ধার হয়েছেন। মালবিকা তাঁর পোস্টে লিখেছেন, ‘‘ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন একটি ভাড়ার গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা ব্যানার্জী নেতৃত্বাধীন দল তাঁর পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।’’ তাঁর আরও অভিযোগ, সেখানে, শ্যামকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে নির্যাতন করা হয়৷ হুমকি দেওয়া হয় যে প্রায় ৬৪,০০,০০০ টাকা না দিলে মাদক মামলায় জড়িয়ে দেওয়া হবে।
পূজা বন্দ্যোপাধ্যায়
পূজা বন্দ্যোপাধ্যায়
advertisement

চরম ভয়ের মধ্যে ও নজরদারির মাঝে, শ্যাম ₹২৩,০০,০০০ টাকা পরিশোধ করেন—যার মধ্যে কলকাতায় পূজার সহকারী মুনমুনের কাছে নগদ অর্থ এবং পূজা ও কুণালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে RTGS ট্রান্সফার রয়েছে। তাঁরা সমস্ত পেমেন্ট রসিদ ও লেনদেনের রেকর্ড সংরক্ষণ করেছেন বলে জানান মালবিকা। তাঁর দীর্ঘ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘‘এই ঘটনা শুধুই একটি গুরুতর অপরাধ নয়, এটি একজন বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা ও বিশ্বাস ভঙ্গ। শ্যামের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি, আমাদের পুরো পরিবার এই ঘটনার ফলে গভীর মানসিক ক্ষতির সম্মুখীন। আমরা সম্পূর্ণ আইনি পথে বিষয়টি মোকাবিলা করছি এবং বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমি সকল সৃজনশীল সমাজের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানাই।’’

advertisement

এই প্রসঙ্গে পূজা বা তাঁর স্বামীর কোনও বক্তব্য এখনও জানা যায়নি৷ ফোন যোগাযোগ করা হলেযো কিছু বলতে রাজি হননি পূজা। কিছু দিন আগেই সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যেখানে দেখা গিয়েছে চোখমুখ সব লাল। হাউ হাউ করে কাঁদছেন অভিনেত্রী। অভিযোগ, সব খুইয়েছেন নায়িকা। পূজা জানান, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন।

advertisement

পূজা ও কুণাল

আরও পড়ুন : দোকানের নাম 498A T Cafe! স্ত্রীর বিরুদ্ধে মামলা চালানোর খরচ যোগাড় করতে হাতকড়া পরে চা বিক্রি যুবকের!

advertisement

এক সময় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন পূজা। টলিউডে তিনি ছিলেন দেব, সোহমের নায়িকা ছিলেন। যে ক’টি ছবি করেছেন, সবই কমবেশি বক্সঅফিস সফল। এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার অনুরোধ করেন। তাঁদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।

advertisement

মালবিকা ও পূজা 

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর পর পরই শ্যামসুন্দরের স্ত্রীর পাল্টা অভিযোগ নতুন করে জলঘোলা করল৷ তাহলে কি রহস্য উন্মোচন এখনও বাকি আছে? জানার অপেক্ষায় দর্শকরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Puja Banerjee: গোয়ায় তাঁর স্বামীকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা আদায়! ‘সর্বস্ব হারানো’ অভিনেত্রী পূজা ও তাঁর স্বামী কুণালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ টালিগঞ্জের প্রযোজকের স্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল