চরম ভয়ের মধ্যে ও নজরদারির মাঝে, শ্যাম ₹২৩,০০,০০০ টাকা পরিশোধ করেন—যার মধ্যে কলকাতায় পূজার সহকারী মুনমুনের কাছে নগদ অর্থ এবং পূজা ও কুণালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে RTGS ট্রান্সফার রয়েছে। তাঁরা সমস্ত পেমেন্ট রসিদ ও লেনদেনের রেকর্ড সংরক্ষণ করেছেন বলে জানান মালবিকা। তাঁর দীর্ঘ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘‘এই ঘটনা শুধুই একটি গুরুতর অপরাধ নয়, এটি একজন বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা ও বিশ্বাস ভঙ্গ। শ্যামের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি, আমাদের পুরো পরিবার এই ঘটনার ফলে গভীর মানসিক ক্ষতির সম্মুখীন। আমরা সম্পূর্ণ আইনি পথে বিষয়টি মোকাবিলা করছি এবং বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমি সকল সৃজনশীল সমাজের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানাই।’’
advertisement
এই প্রসঙ্গে পূজা বা তাঁর স্বামীর কোনও বক্তব্য এখনও জানা যায়নি৷ ফোন যোগাযোগ করা হলেযো কিছু বলতে রাজি হননি পূজা। কিছু দিন আগেই সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যেখানে দেখা গিয়েছে চোখমুখ সব লাল। হাউ হাউ করে কাঁদছেন অভিনেত্রী। অভিযোগ, সব খুইয়েছেন নায়িকা। পূজা জানান, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন।
পূজা ও কুণাল
আরও পড়ুন : দোকানের নাম 498A T Cafe! স্ত্রীর বিরুদ্ধে মামলা চালানোর খরচ যোগাড় করতে হাতকড়া পরে চা বিক্রি যুবকের!
এক সময় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন পূজা। টলিউডে তিনি ছিলেন দেব, সোহমের নায়িকা ছিলেন। যে ক’টি ছবি করেছেন, সবই কমবেশি বক্সঅফিস সফল। এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার অনুরোধ করেন। তাঁদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।
মালবিকা ও পূজা
এর পর পরই শ্যামসুন্দরের স্ত্রীর পাল্টা অভিযোগ নতুন করে জলঘোলা করল৷ তাহলে কি রহস্য উন্মোচন এখনও বাকি আছে? জানার অপেক্ষায় দর্শকরা৷