TRENDING:

এক নায়িকার বুকে পা তুললেন অন্য নায়িকা! এমন দৃশ্যে চোখ কপালে উঠবেই, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুন্দরী নায়িকারা নেচে গেয়ে মনোরঞ্জন করবেন, এটাই তো দস্তুর৷ না হলেও, হালকা অ্যাকশন দৃশ্যে মারপিট করবেন সেটাও মানা যায়৷ কিন্তু এভাবে একে অপরের সঙ্গে সুপার অ্যাকশনে মাতবেন দুই নায়িকা সেটা কী কখনও কেউ দেখেছেন? যেই ঝুমা বৌদিকে দেখে পুরুষ মনে ঝড় ওঠে, সেই ঝুমা বৌদি অর্থাৎ মোনালিসার বুকেই পা তুললেন অন্য নায়িকা৷ যবরদস্ত অ্যাকশন দৃশ্যে দেখা গেল দুই নায়িকাকে৷
advertisement

খোলা মাঠে দাঁড়িয়ে দুই নায়িকা৷ প্রথমে একদফা তর্ক তারপর সরাসরি মারপিট৷ এক নায়িকা অন্য নায়িকার গলা টিপে ধরলেন৷ তারপর বুকে তুলে দিলেন পা৷ সেই পদাঘাতে সজোরে অন্য নায়িকার যা হাল হল! পুরোটাই একটি নির্দিষ্ট সিরিয়ালের জন্য শ্যুটিং হল৷

আরও ভিডিও ছবিতে হস্তমৈথুনের দৃশ্য, নিজেকে যেভাবে প্রস্তুত করেছিলেন অভিনেত্রী, জানালেন...

advertisement

দেখে নিন কেমনভাবে হয় এই অ্যাকশন দৃশ্যু শ্যুট হয়৷ দুই নায়িকাকে আটকে দেওয়া হয়েছে দুটি তারে৷ এবং অ্যাকশন বলা মাত্রই দুটি তার ওপরে নিয়ে যাওয়া হচ্ছে৷ অর্থাৎ পর্দায় যতই ভয়ঙ্কর হয়ে উঠুক এই ধরনের অ্যাকশনের দৃশ্য, শ্যুটিংটা যে বেশ মজাদারই হয়, বলাই বাহুল্য৷

দেখুন সেই ভিডিও...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
এক নায়িকার বুকে পা তুললেন অন্য নায়িকা! এমন দৃশ্যে চোখ কপালে উঠবেই, দেখুন ভিডিও