এই খবরে মিমি চক্রবর্তী বলছেন যে তিনি সবসময় সত্যের জন্য লড়াই করছেন৷ মিমির কথায়, “বারবার মিথ্যে বললে তা TRP হয়, সত্যি হয়ে যায় না”৷ অভিনেত্রী জোর গলায় আবার বলেন যে তাঁকে নিয়ে দেরি করে যাওয়ার যে অভিযোগ উঠছে তা পুরোপুরি রটনা৷ তারকারা লেট করেন, এটি একটি প্রচলিত ধারণা, যা তাঁর ক্ষেত্রে কখনও ঠিক নয়৷ তিনি নারীদের অসম্মান করার জন্য বারবার প্রতিবাদ করেছেন এবং নিজের ক্ষেত্রে তিনি যে মিথ্যের বিরুদ্ধে লড়বেন, সেটাই স্বাভাবিক৷ তিনি নির্ভীক, এর আগে বিভিন্ন ঘটনায় তা প্রমাণ করেছেন অভিনেত্রী এবং এবারও তা অন্যথা হবে না৷ এছাড়া তিনি আরও বলেন যে বনগাঁর ঘটনায় তাঁর দোষ থাকলে তিনি মাথা পেতে ভুল স্বীকার করতেন৷ কিন্তু তিনি এখানে নিরপরাধ৷ অভিনেত্রীর কথায়, “আমি এই ঘটনার শেষ দেখতে চাইছিলাম, আর এটা তার শুরু”!বনগাঁর ঘটনায় তন্ময় শাস্ত্রী গ্রেফতারের পর বিস্ফোরক মিমি চক্রবর্তী৷
advertisement
আরও পড়ুনHiran Chatterjee: কলকাতায় ফিরেই হাইকোর্টের দারস্থ হিরণ চট্টোপাধ্যায়, আগাম জামিনের আর্জি
রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে এসে এই হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তন্ময় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে মিমির গান বন্ধ করে দেন। এরপর তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদের করা অভিযোগের তদন্তেই তনয় শাস্ত্রীকে আটক করতে এদিন বনগাঁ থানার পুলিশ পৌঁছয় তাঁর বাড়িতে।
সেই সময় তাঁর অনুগামী ও স্থানীয় মানুষ পুলিশের পথ আটকায়। তাদের অভিযোগ, অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কোনও ধরনের হেনস্থা করা হয়নি। তাকে সসম্মানেই অনুষ্ঠান শেষ করার কথা বলা হয়েছে। তাঁদের পাল্টা দাবি, অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা ওই অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ ও উৎসাহীদের রীতিমতো ধাক্কা ও মারধর করেছেন। তবে এদিন তনয় শাস্ত্রীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় কাজে বাধা দিলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
