বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মাধুরীর মা। রবিবার বিকেল ৩টে নাগাদ তাঁর শেষকৃত্য হবে বলে সূত্রের খবর। যৌথ এক বিবৃতিতে মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরাম নেনে দুঃসংবাদ দেন।
গতবছর মাতৃদিবসে মা এবং দুই বোনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মাধুরী। ছবিতে দেখা গিয়েছিল, চেয়ারে বসে স্নেহলতা দীক্ষিত। চেয়ারের হাতলে মাধুরী ও এক বোন। পিছনে দাঁড়িয়ে অন্য বোন। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আজ যা হতে পেরেছি, পরবর্তীতে আরও যা যা আমি হতে পারব, সবই তোমার প্রতিচ্ছবি ‘আই’ (মা)। ‘শুভ মাতৃদিবস।’
আরও পড়ুন: আপনি কি আতিফ আসলামের ভক্ত? তাঁর এই ৫ গান না শুনলে জীবন বৃথা
আরও পড়ুন: সতীশকে বিষ পান করিয়ে খুন করতে পারেন আমার স্বামী! বিস্ফোরক দাবি ব্যবসায়ী-পত্নীর
মাঝে মধ্যেই মায়ের সঙ্গে ছবি পোস্ট করতেন মাধুরী। মায়ের ৯০তম জন্মদিনে স্বামী ড. শ্রীরাম নেনে এবং দুই ছেলের সঙ্গে নিজের মায়ের ছবি দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। লোকে বলে, মা এবং মেয়ে সবথেকে ভাল বন্ধু। এর থেকে সত্যি কথা আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবথেকে মূল্যবান উপহার। ভাল থেকো, তোমার সুখী জীবন কামনা করি।’
সেই মা আজ আর নেই। এই পোস্টের এক বছরের মধ্যেই তিন মেয়েকে ছেড়ে চলে গেলেন স্নেহলতা দীক্ষিত।