তার বেশ কয়েক বছর আগেই বাংলা ছায়াছবি আবার আসব ফিরেতে তাঁর অভিনয় দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন ৷ ফিকশন হোক বা নন ফিকশন সব কিছুতেই কনীনিকা এক অনন্য প্রতিভা জাতীয় থেকে আঞ্চলিক স্তরে বিশেষ দক্ষতা দেখিয়েছেন তিনি ৷ নাচের ক্ষেত্রেও বিশেষ দক্ষতা রয়েছে ৷ সেই সময়ের ইটিভা বাংলার বিগ বস বা চ্যালেঞ্জের মত ন্যাশনাল ব্র্যান্ডের আঞ্চলিক অনুষ্ঠানে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন ৷ বেশ কয়েক বছর পর ফের টেলিভশনের ফিকশনে দেখতে পাওয়া যায় অন্দরমহল নামক ধারাবাহিকে ৷ শুধুই কর্ম জীবনই নয়, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও তিনি বেশ আকর্ষণীয়, সক্রিয় সোশ্যাল মিডিয়ায় ৷ গত বছর অর্থাৎ ২০১৯ সালের জুন মাসে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ৷
advertisement
কিছুদিন আগেই তাঁর মুখেভাত হয়েছে ৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছিল ৷ তিনি মাত্র কয়েক ঘণ্টা আগে মেয়েকে কোলে নিয়ে ছবি আপলোড করেছেন ৷ এই ছবিও ভাইরলা হয়ে গিয়েছে ৷ ছবি আললোড করে লিখেছেন দারুণ কথা ৷ রইল সেই পোস্টই আপনাদের জন্য ৷