TRENDING:

সদ্য অন্নপ্রাশন হয়ে যাওয়া মেয়ের ছবি ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল কনীনিকা, লিখলেন মনের কথাও

Last Updated:

কিছুদিন আগেই হয়ে যাওয়া মেয়ের মুখে ভাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুধুই বাংলা টেলিভিশনই নয় বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও এক জনপ্রিয় নাম কনীনিক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভনয় করার সুবাদে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছেন ৷ তিনি জীবনে জনপ্রিয় ধারাবাহিক কখনও মেঘ কখনও বৃষ্টি তৎকালীন ইটিভি বাংলার রাত ৮টায় টাইম ব্যান্ডকে সমৃদ্ধ করেছিল ৷ মেঘ, বৃষ্টির জীবনের নানান ওঠা পড়ার গল্প ও সংগ্রামের মাধ্যেম জীবনের প্রতিটি যুদ্ধে জয়লাভ করার এক বিশেষ কাহিনিই ছিল গল্পের বিষয়বস্তু ৷
advertisement

তার বেশ কয়েক বছর আগেই বাংলা ছায়াছবি আবার আসব ফিরেতে তাঁর অভিনয় দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন ৷ ফিকশন হোক বা নন ফিকশন সব কিছুতেই কনীনিকা এক অনন্য প্রতিভা জাতীয় থেকে আঞ্চলিক স্তরে বিশেষ দক্ষতা দেখিয়েছেন তিনি ৷ নাচের ক্ষেত্রেও বিশেষ দক্ষতা রয়েছে ৷ সেই সময়ের ইটিভা বাংলার বিগ বস বা চ্যালেঞ্জের মত ন্যাশনাল ব্র্যান্ডের আঞ্চলিক অনুষ্ঠানে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন ৷ বেশ কয়েক বছর পর ফের টেলিভশনের ফিকশনে দেখতে পাওয়া যায় অন্দরমহল নামক ধারাবাহিকে ৷ শুধুই কর্ম জীবনই নয়, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও তিনি বেশ আকর্ষণীয়, সক্রিয় সোশ্যাল মিডিয়ায় ৷ গত বছর অর্থাৎ ২০১৯ সালের জুন মাসে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

কিছুদিন আগেই তাঁর মুখেভাত হয়েছে ৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছিল ৷ তিনি মাত্র কয়েক ঘণ্টা আগে মেয়েকে কোলে নিয়ে ছবি আপলোড করেছেন ৷ এই ছবিও ভাইরলা হয়ে গিয়েছে ৷ ছবি আললোড করে লিখেছেন দারুণ কথা ৷ রইল সেই পোস্টই আপনাদের জন্য ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
সদ্য অন্নপ্রাশন হয়ে যাওয়া মেয়ের ছবি ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল কনীনিকা, লিখলেন মনের কথাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল