জেনিফারের অভিযোগের ভিত্তিতে অসিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় এফআইআর দায়ের হয়েছে। শুধু অসিতই নন, ধারাবাহিকের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ধারাবাহিকে মিসেস রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করা জেনিফার। ধারাবাহিকের অপারেশন হেড সোহেল রামানি ও এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।
আরও পড়ুন: ৩ কোটির চেক বাউন্স কেস, নীরবতা ভেঙে মুখ খুলে এ কী বললেন আমিশা, তুমুল শোরগোল
advertisement
আরও পড়ুন: এই বিশেষ কারণেই সুহানাকে নিয়ে প্রচন্ড গর্বিত শাহরুখ, জানলে অবাক হবেন
নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অসিত। প্রযোজকের দাবি, জেনিফার তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্য দিকে সোহেল এবং যতীন একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, জেনিফার সেটে সকলের সঙ্গে খারাপ আচরণ করতেন। সেটের অনেক জিনিসও নাকি তাঁর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেই নাকি অভিনেত্রীকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই কারণেই নাকি তাঁদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই তাঁরা জেনিফারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।