বহু ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়৷। দীর্ঘদিন ধরে তিনি সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন তিনি। আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার৷ ১৫ অগাস্ট তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১৭ অগাস্ট ভেন্টিলেশনে চলে যান তিনি ।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর।
advertisement
স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পর কোনও যোগাযোগ ছিল না তাদের৷ কিন্তু অসুস্থতার খবর পেয়ে অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছিলেন প্রাক্তন স্ত্রী অনন্যা৷ এবং শেষসময়ে সবসময়েই জয়ের পাশে ছিলেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেতাকে দেখতে হাসপাতালে যাওয়া থেকে শববাহী গাড়িরও ব্যবস্থা করেছেন প্রাক্তন স্ত্রী৷
অভিনেতা তথা প্রাক্তন স্বামীর মৃত্যুর খবর পেয়ে বিদায় জানাতে ছুটে এসেছেন তিনি৷ এবং শোকে কাতর অনন্যা বন্দ্যোপাধ্যায় জয়কে শেষ বিদায় জানাতে এসে বলেন, ‘আমরা সকলেই শোকস্তব্ধ৷ প্রতিবার যেভাবে লড়াই করে জয় ফিরে এসেছে, এবারেও তেমনটাই ভেবেছিলাম, কিন্তু এবারে আর শেষরক্ষা হল না৷ গত ১০ বছর ওর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না ৷ তবে জয়ের অসুস্থতার খবর শোনার পরই ওর সঙ্গে যোগাযোগ রাখি৷ ওর পরিবারও অনেক চেষ্টা করেছে৷ ওর বোন ইউএসএ থেকেও চলে এসেছে৷ কিন্তু এবার আর কিছুই হল না৷ সকলকে রেখে অকালে চলে গেল জয়৷’ অভিনেতার অকাল প্রয়াণে টলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷