TRENDING:

Padma awards 2022 : Victor Banerjee : অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় সম্মানিত হতে চলেছেন পদ্মভূষণ-এ

Last Updated:

‘ঘরে বাইরে’-এর নিখিলেশের মুকুটে নতুন পালক৷ সত্তরোর্ধ্ব অভিনেতা এ বার সম্মানিত হতে চলেছেন পদ্মভূষণ-এ (Actor Victor Banerjee to be conferred with prestigious Padma Bhushan award)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ‘ঘরে বাইরে’-এর নিখিলেশের মুকুটে নতুন পালক৷ সত্তরোর্ধ্ব অভিনেতা এ বার সম্মানিত হতে চলেছেন পদ্মভূষণ-এ (Actor Victor Banerjee to be conferred with prestigious Padma Bhushan award)৷ মঙ্গলবার এ খবর জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷ শিলঙের সেন্ট এডমন্ডস স্কুল, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ভিক্টর বাংলা পাশাপাশি সম দক্ষতায় অভিনয় করেছেন হিন্দি ও ইংরেজি বিনোদন মঞ্চেও৷
advertisement

১৯৭৭ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় তাঁর প্রথম অভিনয় ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবিতে৷ সাত বছর পর তাঁকে দর্শকরা পান ‘ঘরে বাইরে’-র জমিদার নিখিলেশ চৌধুরীর ভূমিকায়৷ ভিক্টর-স্বাতীলেখা-সৌমিত্রর অভিনয়ে রবীন্দ্র-উপন্যাসকে অনবদ্য আঙ্গিকে সিনেমার পর্দায় পেশ করেন সত্যজিৎ৷ ব্যক্তিগত জীবনে জমিদারবংশের উত্তরাধিকার ভিক্টরের অভিনয়ে আজীবন সঙ্গ দিয়েছে তাঁর সহজাত আভিজাত্য৷ সত্যজিতের পরিচালনায় ‘পিকু’-তেও তাঁর অভিনয় স্থান পেয়েছে দর্শকের মনের মণিকোঠায়৷

advertisement

আরও পড়ুন : পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতি

ভিক্টর অভিনীত চলচ্চিত্রের মধ্যে অন্যান্য উল্লেখযোগ্য হল মৃণাল সেন পরিচালিত ‘মহাপৃথিবী’, শ্যাম বেনেগালের ‘কলযুগ’ ও ‘আরোহণ’, অঞ্জন দত্তের ‘বো ব্যারাকস ফর এভার’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘শব্দ’৷ সমান্তরাল ছবির পাশাপাশি তাঁর অনায়াস গতি সমসাময়িক বাণিজ্যিক ছবিতেও৷ ‘প্রতিদান’, ‘লাঠি’, ‘একান্ত আপন’, ‘আক্রোশ’, ‘ব্যবধান’, ‘দেবতা’, ‘গোঁসাইবাগানের ভূত’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় জয় করেছে দর্শকমন৷

advertisement

আরও পড়ুন : ৩২ টার মধ্যে ২৮ টাই ভুলে গেছো", জন্মদিনে প্রয়াত ইরফানকে মন কেমনের চিঠি সুতপার

অভিনেতার হিন্দি ও ইংরেজি মাধ্যমে অভিনয়ের মধ্যে উজ্জ্বল ‘দুসরি দুলহন’, ‘জগার্স পার্ক’, ‘মাই ব্রাদার...নিখিল’, ‘গুন্ডে’, ‘ভূত’, ‘চিল্ড্রেন অব ওয়ার’, ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’, ‘ফরেন বডি’ এবং ‘বিটার মুন’৷ বড় পর্দার পাশাপাশি মঞ্চেও তিনি সফল৷ ভারতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ই একমাত্র যিনি তিন বিভাগে জাতীয় সম্মান লাভ করেছেন৷ তাঁর তথ্যচিত্র ‘হোয়্যার নো জার্নি এন্ডস’-এর জন্য সিনেম্যাটোগ্রাফার হিসেবে, আর একটি তথ্যচিত্র ‘দ্য স্প্লেন্ডার অব গাড়োয়াল অ্যান্ড রূপকুণ্ড-এর জন্য পরিচালক বিভাগে এবং ‘ঘরে বাইরে’ ছবিতে অভিনয়ে জন্য জাতীয় মঞ্চে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার লাভ করেন৷

advertisement

আরও পড়ুন : ১৬ টি ভাষায় ২৫০০০ এরও বেশি গান! এখনও নস্টালজিয়ায় কবিতা কৃষ্ণমূর্তির গান

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগালের পাশাপাশি রোমান পোলানস্কি, জেমস আইভরি, স্যর ডেভিড লিন, জেরি লন্ডন-সহ দেশ বিদেশের যশস্বী পরিচালকদের সঙ্গে কাজ করা অভিনেতার পদ্মসম্মানে খুশি তাঁর অনুরাগীরা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Padma awards 2022 : Victor Banerjee : অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় সম্মানিত হতে চলেছেন পদ্মভূষণ-এ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল