TRENDING:

Dev: বড়মার মন্দিরে পুজো দিলেন দেব-ইধিকা, 'রঘু ডাকাত' ছবির প্রমোশনে এসে যা বললেন অভিনেতা...

Last Updated:

Dev: নৈহাটির বড়মার মন্দিরে আজ রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী ও অভিনেত্রী ইধিকা পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অরুণ ঘোষ, নৈহাটি: নৈহাটির বড়মা মন্দিরে আজ রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী ও অভিনেত্রী ইধিকা পাল। রঘু ডাকাত ছবির প্রমোশনে এসে সংবাদমাধ্যমের সামনে দেব বলেন ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন।
News18
News18
advertisement

বড়মা খুবই জাগ্রত। এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে মনে। যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেন বন্ধ হয় সেই প্রার্থনাই করেছেন এছাড়াও এরপরে আরও ভাল ভাল ছবি নিয়ে আসার কথা তিনি দেন।

আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র

advertisement

তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুনাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব বলেন কুনাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন।তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তিনি তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একই ভাবে যোগ্যতার প্রয়োজন হয়।

advertisement

আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট

এরা যা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। দেব তার নিজের কাজ নিজেই করবেন। এবং পরবর্তীতে আরো সিনেমা বানাবেন ও মানুষকে এভাবেই আনন্দ দিতে থাকবেন। বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয়। তবে তিনি এও বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাইকে সৎ বুদ্ধি দেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: বড়মার মন্দিরে পুজো দিলেন দেব-ইধিকা, 'রঘু ডাকাত' ছবির প্রমোশনে এসে যা বললেন অভিনেতা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল