বড়মা খুবই জাগ্রত। এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে মনে। যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেন বন্ধ হয় সেই প্রার্থনাই করেছেন এছাড়াও এরপরে আরও ভাল ভাল ছবি নিয়ে আসার কথা তিনি দেন।
advertisement
তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুনাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব বলেন কুনাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন।তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তিনি তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একই ভাবে যোগ্যতার প্রয়োজন হয়।
এরা যা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। দেব তার নিজের কাজ নিজেই করবেন। এবং পরবর্তীতে আরো সিনেমা বানাবেন ও মানুষকে এভাবেই আনন্দ দিতে থাকবেন। বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয়। তবে তিনি এও বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাইকে সৎ বুদ্ধি দেন।