এরই মধ্যে চারটে শর্ট ফিল্ম বানিয়ে ফেলেছেন দেবেশ। 'কবি', 'ফ্রিজ ম্যাগনেট', 'ভদকা' ও 'গলদা চিংড়ি' নামে চারটে ছবিই করোনা পরিস্থিতিতে মানুষ কিভাবে রিআ্যক্ট করছেন সেটাই তুলে ধরেছেন দেবেশ।কটা এরকম ছবি বানাবেন দেবেশ? "ঠিক নেই। এখন বাচ্ছাদের একটা বই লিখছি 'গ্রিক থিয়েটারের সহজ পাঠ' বলে। সেটা খানিক্ষণ লিখি। দুপুরবেলাটা কি করি কি করি একটা ভাব আসে,তখন মাথা থেকে কনসেপ্ট বেরিয়ে এলেই সেটাকে লিখে ফেলি। যাকে দিয়ে কাজটা করাব ঠিক করি, তাঁকে পাঠিয়ে দিই। সে শুট করে পাঠালে এডিটে বসে যাই। আবার কবে মানুষ থিয়েটার দেখতে আসবে সে নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। স্বাভাবিক ভাবেই একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে সকলের মধ্যে। এরকম ছোট ছবি বানালে নিজের কাজের অভ্যেসটাও বজায় থাকে এবং সচেতনতার দিকটাও দেখান যায়।" বলেই মনে করেন দেবেশ।
advertisement
দেবেশ এর শেষ ছবি 'গলদা চিংড়ি'তে কাজ করেছেন অম্বরীশ। নিজের যারা কাছের মানুষ যেমন রজতাভ, সুদীপ্তা, বিদীপ্তা, নীল, দেবশঙ্কর হালদার বা থিয়েটারের আরও যারা রয়েছেন, আগামি দিনে তাঁদের কাছেও নিজের এই ছোট ছবির জন্য আবদার করতেই পারেন বলে জানান পরিচালক। "আমরা সকলেই দ্রুত দৌড়োচ্ছিলাম। আমাদের কোথাও একটা থামিয়ে দিল প্রকৃতি। থেমে থাকা, অপেক্ষা করা, আমাদের জীবন থেকে চলে গিয়েছিল। সেগুলোই আবার ফিরে এলো হয়তো",বলে জানান দেবেশ। আগামী দিনে আজকের দিনগুলোকে মাথায় রেখেই একটি বড় নাটকের কথাও ভাবছেন পরিচালক।