আরও পড়ুন: সব পথ বন্ধ, শেষমেশ সিবিআই অফিসে পার্থ চট্টোপাধ্যায়! নিজাম প্যালেসে বেনজির দৃশ্য
দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন সাগ্নিক পল্লবী। তবে সেই সম্পর্কেও বহু ঝগড়া চলছিল৷ সাগ্নিক ঘটনার সময় ফ্ল্যাটের ব্যালকনিতে সিগারেট খেতে গিয়েছিলেন। তখন পল্লবী বেড রুমের দরজা ভিতর থেকে লক করে দেন। অনেক ডাকা ডাকি করেও তাঁর সাড়া মেলেনি। পুলিশ সূত্রে খবর,দরজা ভেঙ্গে সাগ্নিক উদ্ধার করে পল্লবী দেহ, কেয়ার টেকারের সাহায্যে। কেন তিনি পুলিশকে খবর দিলেন না? কেন তিনি দরজা বন্ধ দেখে কেন তখনই গেলেন না?
advertisement
মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে পল্লবীকে। অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে ৩০২, ১২০বি, ৪২০, ৪০৩, ৪০৬, ৩৪১ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ অর্থাৎ খুন , ষড়যন্ত্র, প্রতারণা, জিনিস চুরি, বিশ্বাস ভঙ্গ, আটকে রাখা ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাগ্নিককে৷