টলিউডের এই সফল পরিচালকদ্বয় বেশিরভাগ ছবিই তৈরি করেন পারিবারিক গল্পকে কেন্দ্র করে। তবে এ বার চেনা ছকের বাইরে গিয়ে থ্রিলার গল্পকে বেছে নিয়েছেন তাঁরা। মুখ্য চরিত্রে থাকবেন আবীর এবং মিমি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদারকে। ১৫ মার্চ থেকে শুরু হবে ছবির শ্যুট। কলকাতা, বোলপুর এবং ধুলাগড়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হবে শ্যুটিং।
advertisement
আরও পড়ুন: '৭৫ থেকে ৮০% শট আমার পরিচালনায়...', ‘ডাকঘর’ বিতর্কে বিস্ফোরক ১ম পরিচালক অভিষেক
আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় হেনস্থার শিকার! পুলিশের দ্বারস্থ ইমন, কী ঘটেছিল? জানালেন গায়িকা
থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপুজো। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে আবীর-মিমি অভিনীত ছবিটি। সচরাচর সেই সময়ে শিবপ্রসাদ-নন্দিতার কোনও ছবি প্রেক্ষাগৃহে আসে না। তবে এই ছবিটির হাত ধরেই নিজেদের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন তাঁরা। চিরাচরিত ছক ভেঙে দর্শকদের অন্য স্বাদের ছবি উপহার দিতে চাইছেন পরিচালকদ্বয়। অতঃপর থ্রিলারে মনোযোগ।
নিজেদের নতুন ছবি নিয়ে আশাবাদী মিমি এবং আবীর। তবে ছবির নাম এখনও ফাঁস করেননি তাঁরা। প্রস্তুতি পর্বেই দর্শকদের 'ওয়ার্ল্ড ক্লাস' ছবি উপহার দেওয়ার কথা বললেন অভিনেত্রী।