TRENDING:

Abhishek & Aishwarya Bachchan Divorce Rumour: তাহলে কি ডিভোর্স হচ্ছেই?!...অভিষেকের সঙ্গে দাম্পত্যের চড়াই উতরাই নিয়ে এ কী কথা ঐশ্বর্যর!

Last Updated:

Abhishek & Aishwarya Bachchan Divorce Rumour: এদিকে বরাবরই পুত্রবধূ ঐশ্বর্যর জন্মদিনে ব্লগ পোস্ট করে শুভেচ্ছা জানাতে দেখা যায় শ্বশুরমশাই অমিতাভ বচ্চনকেও। কিন্তু এবারে কোনও কিছুই দেখা গেল না অমিতাভের তরফে। ফলে অভিষেক আর ঐশ্বর্যর সংসারে ভাঙনের জল্পনার আগুনে যেন ঘি পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত ১ নভেম্বর ৫১-তম জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। এদিকে শুভেচ্ছা জানাননি বচ্চন পরিবারের কোনও সদস্য। অথচ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। যার জেরে অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের জল্পনা আরও গাঢ় হয়েছে।
জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি অভিষেক বচ্চনকে
জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি অভিষেক বচ্চনকে
advertisement

এদিকে বরাবরই পুত্রবধূ ঐশ্বর্যর জন্মদিনে ব্লগ পোস্ট করে শুভেচ্ছা জানাতে দেখা যায় শ্বশুরমশাই অমিতাভ বচ্চনকেও। কিন্তু এবারে কোনও কিছুই দেখা গেল না অমিতাভের তরফে। ফলে অভিষেক আর ঐশ্বর্যর সংসারে ভাঙনের জল্পনার আগুনে যেন ঘি পড়েছে। এই গুঞ্জনের মাঝেই ঐশ্বর্যর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি অভিষেকের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে মুখ খুলেছেন। এমনকী আলাপ-আলোচনার গুরুত্বও তুলে ধরেছেন অভিনেত্রী।

advertisement

ফিল্মফেয়ার-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী বলেছিলেন যে, “প্রচুর মানিয়ে চলতে হয়। দেওয়া-নেওয়ার বিষয়টাও থাকে অনেকটা জুড়ে। সম্মত হওয়া কিংবা না হওয়ার বিষয়ও রয়েছে। কিন্তু এরপরেও আলাপ-আলোচনা চলতে দেওয়া অত্যন্ত জরুরি। আর আমি সব সময় এটাতেই বিশ্বাস করে এসেছি।”

আরও পড়ুন : সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট! সন্তানকে এই ঘরোয়া খাবারগুলি খাওয়ান! সুপারফাস্ট মনে থাকবে পড়া! রেজাল্ট হবে ফাটাফাটি

advertisement

ঐশ্বর্য বলে চলেন, “এই বিষয়টায় সম্মান জানানোর ক্ষেত্রে অভিষেকও বেশ দারুণ। আসলে যে কোনও সম্পর্কের ক্ষেত্রে আলাপ-আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। আসলে এটা কি বন্ধুত্ব থেকে শুরু হয় না। আর এটাই তো বন্ধুত্ব। আর আমি তাঁদের মধ্যে পড়ি না, যাঁরা বলেন যে, আচ্ছা, বিষয়টাকে আজই শেষ করে দাও। আগামিকালের দিকে টেনে নিয়ে যেও না। কারণ বিষয়টার যদি আগামীতে যাওয়ার প্রয়োজন থাকে, তাহলে যাবে। তবে যদি আজই কোনও অধ্যায় শেষ করে দেওয়া যায়, তাহলে তো ভালই! কিন্তু নিয়মের গেরোয় কিন্তু পা দিলে চলবে না। আসলে দিন গোনার কোনও শেষ নেই। কীভাবে একসঙ্গে সময় কাটাচ্ছেন, সেই বিষয়ে খোলা মনের হতে হবে। এর অর্থ হল, নিজের সঙ্গীর প্রতি শ্রদ্ধা এবং সংবেদনশীলতা বজায় রাখা।”

advertisement

গত ১ নভেম্বর ঐশ্বর্যর জন্মদিনে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চনের নীরবতা ভাল ভাবে নিতে পারেননি অভিনেত্রীর ভক্তরা। আসলে তাঁরা কেউই অনলাইনে ঐশ্বর্যকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। এমনকী তাঁর জন্মদিন উদযাপনের কোনও হুল্লোড়ও চোখে পড়েনি। আচমকা এই পরিবর্তন বেশ চোখে লেগেছে ভক্তদের। এদিকে ২০১০ সালে ট্যুইট করে পুত্রবধূর জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন বিগ বি। সেই পুরনো ট্যুইটই ঘেঁটে খুঁজে বার করেছেন নেটিজেনরা। এখন সেই স্মৃতিই সম্বল ভক্তদের!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek & Aishwarya Bachchan Divorce Rumour: তাহলে কি ডিভোর্স হচ্ছেই?!...অভিষেকের সঙ্গে দাম্পত্যের চড়াই উতরাই নিয়ে এ কী কথা ঐশ্বর্যর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল