‘ন্যাশনাল ক্রাশ’, ভাবি ২! ‘অ্যানিম্যাল’ হিট করার পরেই নতুন করে লাইমলাইটে অভিনেত্রী তৃপ্তি দিমরি। দুরন্ত অভিনয় করা সত্ত্বেও ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’ যে জনপ্রিয়তা দিতে পারেনি, অ্যানিম্যালই সেই জনপ্রিয়তা দিয়েছে রাতারাতি। ইনস্টাগ্রামের ফলোয়ার বেড়েছে তিনগুণ। একের পর এক বিজ্ঞাপন ও ছবির অফার ঝুলিতে।
আরও পড়ুন: সস্তার বৌ শাক আসলে খুবই দামি, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! খেয়েছেন? জানুন
advertisement
চারিদিকে কথা হচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি। রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে?
আরও পড়ুন: সব রান্নায় মটরশুঁটি বিপদ ডাকতে পারে! কাঁচা না রান্না করা? উপকার পেতে কীভাবে খাবেন জানুন
১৯৯০ সালে মুক্তি পায় আশিকি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের সেই আশিকি ছবির গান আজও সুপারহিট। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় আশিকি টু। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের প্রেম দেখেছিলেন দর্শক। এবার আশিকি ৩ করবেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F