আরও পড়ুন: জ্ঞান ফিরেছে, বন্ধ হয়েছে ভেন্টিলেটরও! লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের সামান্য উন্নতি
মায়ের মতো আরাধ্যায়ও নাচতে খুব ভালবাসে। হালে নেটদুনিয়ায় ঐশ্বর্যা-কন্যার দুটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে! তিরঙ্গার সামনে দাঁড়িয়ে দুটো দেশপ্রেমের গান 'সারে জাহাঁ যে আচ্ছা' আর 'মা তুঝে সলাম'-এ অপূর্ব নেচেছে ১০ বছরের আরাধ্যা (Aaradhya Bachhan Viral Video)! নেটিজেনদের অনেকেই আরাধ্যার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন কে-পপ তারকা লিসার ( K-pop star Lisa), যিনি ব্ল্যাকপিঙ্ক (BLACKPINK) ব্যান্ডের সদস্য।
advertisement
আরও পড়ুন: দীপিকা থেকে আলিয়া...এই সপ্তাহে রাতের ঘুম কেড়েছেন যে-সব বলি সুন্দরীরা
ভিডিওর কমেন্ট সেকশনে এক নেটিজেন লিখেছেন, এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘ব্ল্যাকপিঙ্কের লিসার সঙ্গে আরাধ্যার মিল অবাক করার মতো! কী মিষ্টি।’ কেউ লিখেছেন, 'আরাধ্যার একবার অন্তত লিসার সঙ্গে দেখা করা উচিত। কথাতেই তো রয়েছে, এই পৃথিবীতে হুবহু একই রকম দেখতে ৭ জন রয়েছে।’ কেউ-কেউ আরাধ্যাকে লিসার কার্বন কপি-ও বলেছেন।
দেখুন আরাধ্যার নাচের ভিডিও--
এই হল কে-পপ তারকা লিসা-র ছবি--
মেয়েকে প্রায় কখনওই কাছছাড়া করেন না ঐশ্বর্য রাই বচ্চন ! যেখানেই যান না কেন, সঙ্গে থাকে মেয়ে আরাধ্যা ৷ কিন্তু অদ্ভুত বিষয় হল, কখনও তার হাতটা ছাড়েন না রাই সুন্দরী ৷ মেয়ে যথেষ্ট বড় হয়েছে ৷ এখনও তাকে হাত ধরে নিয়ে চলার কী অর্থ? একাধিকবার এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ৷ একটা সময় পর্যন্ত প্রকাশ্যে আরাধ্যাকে কোল থেকেই নামাতেন না ঐশ্বর্য ৷ যেখানেই যেতেন, আরাধ্যা থাকত কোলে! এই নিয়ে বহুবার ট্রোলড হতে হয়েছে বচ্চন-বহুকে! কিন্তু নায়িকা জানিয়েছিলেন, অতিরিক্ত সাবধানী নয়, পাপারাৎজিদের দেখে ভয় পায় তাঁর মেয়ে ৷ অপ্রস্তুত হয়ে পড়ে ৷ কাজেই, কোল থেকে নামতে চায় না ৷
সম্প্রতি অ্যাশ, অভিষেক এবং আরাধ্যাকে দেখা গিয়েছে চেন্নাই বিমানবন্দরে । চেন্নাইয়ে মণিরত্নমের ছবিতে অভিনয় করছেন রাই সুন্দরী । সেই ছবির শ্যুটিংয়ে চেন্নাই গিয়েছিলেন তিনি । স্ত্রী-কে সঙ্গ দিতে সেখানে কয়েকদিন ছিলেন অভিষেকও । ছিল আরাধ্যাও । শ্যুটিং সেরে মুম্বই ফেরার সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে বচ্চন পরিবার । সেখানেই দেখা যাচ্ছে, কীভাবে বিমানবন্দরের মধ্যেও আরাধ্যার হাত শক্ত করে ধরে রেখেছেন ঐশ্বর্য । এমনকী গাড়িতে ওঠার আগে পর্যন্ত আরাধ্যাকে এক মুহূর্তের জন্যও ছাড়েননি তিনি । এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা । কেউ লেখেন, ‘পজেজিভ মাদার’, কেউ লেখেন, ‘আর কত বড় হলে আরাধ্যার হাত ধরা বন্ধ করবেন ঐশ্বর্য’, কেউ বা লেখেন, ‘সম্ভবত আরাধ্যার হাঁটাচলার জন্য যথেষ্ট নয় বিমানবন্দরের রাস্তা ।’