আমির-গৌরীর লাভস্টোরি অনেকটা সিনেমার মতোই। ২৫ বছর আগে আলাপ, বন্ধুত্ব। কিন্তু মাঝে হল ছাড়াছাড়ি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কেউ কারও খোঁজ রাখেননি। বছর দু’য়েক আগে ফের যোগাযোগ। পুরনো বন্ধুত্ব প্রেমে গড়াতে সময় লাগেনি। সাংবাদিকদের আমির বলেন, “নিশ্চিন্তে থাকতে পারব, শান্তিতে থাকত পারব, এমন কাউকে খুঁজছিলাম। তারপর দেখা হল।“
advertisement
আরও পড়ুন: বন্ধ AC থেকে আসছিল অদ্ভুত সব শব্দ, টিকটিকি আছে নাকি? ঢাকনা খুলতেই হাড়হিম! কিলবিল করছে ওগুলো কি?
গৌরীও একজন ‘ভদ্রলোক’-এর সন্ধানে ছিলেন। তাঁর নিজের কথায়, “ভদ্র, মার্জিত, দয়ালু একজনকে সঙ্গী হিসেবে চেয়েছিলাম। যে যত্ন নেবে, খেয়াল রাখবে।“ পাশ থেকে আমির ফুট কাটেন, “শেষ পর্যন্ত আমাকে পেলেন।“
গৌরী হিন্দি ছবি দেখেন না বললেই চলে। আমিরের অভিনয় নিয়েও তাঁর খুব একটা আগ্রহ নেই। ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’ কিছুই দেখেননি। নিজেই স্বীকার করে নিলেন সে কথা। সাংবাদিকরা গৌরীকে জিজ্ঞেস করে বসেন, আমিরের কয়েকটা ছবির নাম বলুন। গৌরী হাসি মুখে জানান, তিনি পারবেন না। পরিস্থিতি সামাল দেন আমির, “গৌরী বেঙ্গালুরুতে বড় হয়েছেন। অন্য রকমের ছবি পছন্দ করেন। হিন্দি ছবি দেখেন না। আমার ছবিও দেখেননি।“ আমিরের মাত্র ২টি ছবিই দেখেছেন গৌরী। ‘দিল চাহতা হ্যায়’ আর ‘লাগান’।
আরও পড়ুন: রোজ চড়ছেন, ‘বাসের’ ফুল ফর্ম কি বলুন তো? ৯৯% লোকজনই ডাহা ফেল, উত্তর শুনলে চমকে যাবেন
আসলে রূপালি পর্দার আমির খানকে নয়, মানুষ আমির খানকেই ভালবেসেছেন গৌরী। এটাই তাঁদের সম্পর্কের আসল রসায়ন। আমিরের কথায়, “গৌরী আমাকে সুপারস্টার হিসেবে দেখেন না, সঙ্গী হিসেবে দেখেন।“ তবে আমির চান, গৌরী তাঁর আর কোনও ছবি দেখুন আর নাই দেখুন, একটা ছবি যেন অবশ্যই দেখেন। সেটা ‘তারে জমিন পর’। ‘সিনেমা কা জাদুগর’ ফেস্টিভ্যালে নতুন করে মুক্তি পেতে চলেছে এই ছবি।
গৌরী ব্যবসায়ী। বেঙ্গালুরুতে তাঁর মা রীতা স্প্র্যাটের স্যাঁলো রয়েছে। মুম্বইতেও স্যাঁলো ব্যবসা শুরু করেছেন গৌরী। তাঁর লিঙ্কডইন প্রোফাইলেই জ্বলজ্বল করছে এই তথ্য। ৬ বছরের এক সন্তানও রয়েছে গৌরীর। আগামী দিনে কী তাহলে গৌরীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।