বুধবার রাতে অবিনাশ গোভারিকরের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন আমির। সেখানে একেবারে নয়া লুক ও অবতারে ঢুকতে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবি থেকে বহুদিন দূরে থাকায় আচমকা আমিরের ভিডিও দেখে দর্শকেরও কৌতূহল বাড়ে। তবে চুলের স্টাইল ও মুখের ধরনে বোঝা গিয়েছিল ‘মদ্যপ’ রয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: দ্রুত ওজন কমাতে চান? সারাদিনে ঠিক এই সময়টাই মেদ ঝরানোর সেরা সময়, চাঞ্চল্যকর দাবি গবেষকের
advertisement
আরও পড়ুন: কাশছেন আর কফ সিরাপ খাচ্ছেন? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে বাসক পাতার রস! অব্যর্থ ওষুধ
পার্টি থেকে বেরনোর সময়ও দেখা যায়, আমির খান প্রায় উল্টে পরে যাচ্ছেন। যেন অতিরিক্ত নেশায় দাঁড়াতে পারছেন না, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছেন। তবে কোনও মতে সামলে উঠে বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন আমির। যদিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।
কেউ কেউ লেখেন, লাগাতার ফ্লপের চোটে অবসাদে ভুগছেন আমির। আবার অনেকের তীব্র খোঁচা, শাহরুখ খানের পর পর হিট ছবির চাপে নেশা করছেন মিস্টার পারফেকশনিস্ট। শোনা যাচ্ছে, এবার সানি দেওয়ালের সঙ্গে হাত মিলিয়েছেন বলিউডের তারকা অভিনেতা আমির। খবর অনুযায়ী, রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির খান।