TRENDING:

Aamir Khan: মদ খেয়ে দাঁড়াতে পারছেন না আমির খান? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন ভক্তরা

Last Updated:

Aamir Khan: পার্টি থেকে বেরনোর সময়ও দেখা যায়, আমির খান প্রায় উল্টে পরে যাচ্ছেন। যেন অতিরিক্ত নেশায় দাঁড়াতে পারছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীর্ঘদিন কোনও ছবি নেই, শেষ ছবিগুলিও ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। মাঝে শোনা গিয়েছিল নেপালে চলে গিয়ে ধ্যান করছেন আমির খান। দেশে ফিরে এসে যোগ দিয়েছেন নিজের পরবর্তী কাজে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমির খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আমির যেন দাঁড়াতে পারছেন না। আর তা দেখেই অনেকের মন্তব্য, মদ্যপ ছিলেন অভিনেতা।
আমির খান
আমির খান
advertisement

বুধবার রাতে অবিনাশ গোভারিকরের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন আমির। সেখানে একেবারে নয়া লুক ও অবতারে ঢুকতে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবি থেকে বহুদিন দূরে থাকায় আচমকা আমিরের ভিডিও দেখে দর্শকেরও কৌতূহল বাড়ে। তবে চুলের স্টাইল ও মুখের ধরনে বোঝা গিয়েছিল ‘মদ্যপ’ রয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: দ্রুত ওজন কমাতে চান? সারাদিনে ঠিক এই সময়টাই মেদ ঝরানোর সেরা সময়, চাঞ্চল্যকর দাবি গবেষকের

advertisement

আরও পড়ুন: কাশছেন আর কফ সিরাপ খাচ্ছেন? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে বাসক পাতার রস! অব্যর্থ ওষুধ

advertisement

পার্টি থেকে বেরনোর সময়ও দেখা যায়, আমির খান প্রায় উল্টে পরে যাচ্ছেন। যেন অতিরিক্ত নেশায় দাঁড়াতে পারছেন না, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছেন। তবে কোনও মতে সামলে উঠে বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন আমির। যদিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেউ কেউ লেখেন, লাগাতার ফ্লপের চোটে অবসাদে ভুগছেন আমির। আবার অনেকের তীব্র খোঁচা, শাহরুখ খানের পর পর হিট ছবির চাপে নেশা করছেন মিস্টার পারফেকশনিস্ট। শোনা যাচ্ছে, এবার সানি দেওয়ালের সঙ্গে হাত মিলিয়েছেন বলিউডের তারকা অভিনেতা আমির। খবর অনুযায়ী, রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির খান।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan: মদ খেয়ে দাঁড়াতে পারছেন না আমির খান? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল