TRENDING:

মাতৃবিয়োগের ব্যথায় জর্জরিত, যে কোনও বাঙালির চোখে জল আনবে রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর গান ‘আমি চলে যাব’

Last Updated:

Aami Chole Jabo | Rappa Roy & Full Stop Dot Com | মুক্তি পেল ধীমান বর্মণের ছবি রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর দ্বিতীয় গান আমি চলে যাব। নিঃসন্দেহে এই গান যে কারও চোখের কোল ভিজিয়ে দেবে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মায়ের প্রতি বাঙালির নির্ভরশীলতা সুবিদিত। বড় হয়ে গেলেও মা ছাড়া অনেক ছেলে-মেয়ের পক্ষেই থাকা মুশকিল। রাপ্পা রায়ের সঙ্গে অবশ্য তেমনটা হয়নি। খুব ছোটবেলাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মা, মায়ের আঁচলছাড়া হয়েই বড় হতে হয়েছে। মা যখন চলে যাচ্ছেন, সেই আবহ সঙ্গে নিয়ে এবার মুক্তি পেল ধীমান বর্মণের ছবি রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর (Rappa Roy & Full Stop Dot Com) দ্বিতীয় গান আমি চলে যাব। নিঃসন্দেহে এই গান যে কারও চোখের কোল ভিজিয়ে দেবে!
রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর গান ‘আমি চলে যাব’
রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর গান ‘আমি চলে যাব’
advertisement

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক ক্যারেকটারকে এবার ছায়াছবির রুপোলি পর্দায় নিয়ে আসছেন পরিচালক ধীমান বর্মণ। এর আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, একটি গান। এবার প্রকাশ্যে এল আমি চলে যাব। গানটি গেয়েছেন সঞ্চিতা ভৌমিক, সুর দিয়েছেন সমিধ মুখোপাধ্যায়। গানটির কথা লিখেছেন ঋতম সেন। আমি চলে যাব/থেকে যাব আরো বেশি করে তাই/আমি চলে যাব/রেখে যাব তোর কাছে পুরোটাই- এমন অনবদ্য লিরিক মর্মস্পর্শী সুরের সঙ্গতে যে কোনও মাতৃহীনের অনুভূতির কথা খুব স্পষ্টভাবে তুলে ধরে।

advertisement

আরও পড়ুন– রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

বাংলা কমিক ক্যারেকটার রাপ্পা রায়ের যাত্রা বইয়ের পাতা থেকে রুপোলি পর্দায় হাজির হয়ে এক রোমাঞ্চকর ছবির প্রতিশ্রুতি দেয়। ২০ বছরের শেষের দিকে বয়স, রাপ্পা রায় একজন প্রতিভাবান কার্টুনিস্ট। তিনি কলকাতায় তাঁর কঠোর কিন্তু একই সঙ্গে যত্নশীল বাবার সঙ্গে থাকেন।

advertisement

অনুসন্ধানের কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষায় তিনি তদন্ত, ব্লগিং এবং ভ্লগিং-এর দিকে ঝুঁকে পড়েন, তাঁর শৈশবের বন্ধু টনির সাহায্যে চলে শহর জুড়ে সামাজিক সমস্যা, অপরাধ এবং দুর্ঘটনার নথিভুক্তিকরণ। তাঁর নির্ভীক এবং খাঁটি বিষয়বস্তু দ্রুত মনোযোগ আকর্ষণ করে সকলের, বিপদ ঘনিয়ে আসে যখন দুর্ঘটনাক্রমে ভয়ঙ্কর এক গোষ্ঠী ফুল স্টপ ডট কমের সঙ্গে সম্পর্কিত হিংসাত্মক কার্যকলাপও তিনি তুলে ধরেন।

advertisement

আরও পড়ুন– ব্যাঙ্ক অফিসারের সতর্কতায় বাঁচল PWD-র ১১১ কোটি টাকা ! চেক ক্লিয়ার হলেই সর্বনাশ হয়ে যেত

হুমকির কাছে মাথা নত করতে বা তাঁর পোস্ট এবং প্রমাণ মুছে ফেলতে অস্বীকৃতি জানান রাপ্পা। আর নিজের অজান্তেই উদীয়মান অভিনেত্রী ডলফিন গঙ্গোপাধ্যায়কে বিপদে ফেলে দেন, দলটি তাঁকে টার্গেট করে। বাধ্য হয়ে রাপ্পা ডলফিনকে উদ্ধার করার জন্য দৌড়ে যান, নিজের সাহস, বুদ্ধি এবং টনির বন্ধুত্বের অটল বন্ধনের উপর নির্ভর করে যখন তিনি একটি নির্মম অপরাধী চক্রের মুখোমুখি হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের ছুটিতে ২-৩দিনের জন্য অল্প খরচে ঘুরে আসুন মহিষাদল রাজবাড়ি,অপূর্ব অভিজ্ঞতা হবে
আরও দেখুন

ছবিটি পরিচালনা করেছেন ধীমান বর্মণ, প্রযোজনাও তাঁরই হাউজ ধীমান বর্মণ প্রোডাকশনসের। ছবিতে রাপ্পা আর টনির ভূমিকায় অভিনয় করেছেন অর্পণ ঘোষাল এবং দেবাশিস রায়। অন্য চরিত্রে দেখা যাবে অলিভিয়া সরকার, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরভ দাস, সব্যসাচী চৌধুরি, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামি, পূষণ দাশগুপ্ত প্রমুখকে। ৫ ডিসেম্বর, ২০২৫ ছবির মুক্তির তারিখ হিসেবে ধার্য হয়ে আছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাতৃবিয়োগের ব্যথায় জর্জরিত, যে কোনও বাঙালির চোখে জল আনবে রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর গান ‘আমি চলে যাব’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল