আয়োজকদের তরফে জানানো হয়েছে ওই অনুষ্ঠান পুরোপুরি বাতিল হচ্ছে না৷ ১১ জানুয়ারির বদলে কলকাতায় সুরকারের পাঁচ ঘণ্টাব্যাপী শো হবে ১১ এপ্রিল৷ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টায়৷ তবে অনুষ্ঠানস্থল এখনও জানানো হয়নি৷ কলকাতায় এর আগেও বেশ কয়েক বার এসেছেন তিনি৷ তাঁর শেষ কনসার্ট ২০১২ সালে এই শহরে হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে৷ পরে ২০১৫ সালে পেলের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ এক দশকেরও বেশি সময় পর তাঁর অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে৷
advertisement
কলকাতায় সুরের জাদুকরের প্রস্তাবিত এই শো ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অন্তর্গত৷ জুলাই-অগাস্টে মুম্বই প্রিমিয়ার এবং উত্তর আমেরিকা সফরের পর, ওয়ান্ডারমেন্ট ট্যুর ২০২৬ সালের জানুয়ারিতে ভারতে ফিরে আসার কথা ছিল। কলকাতার পর পরবর্তী শো হওয়ার কথা ছিল চেন্নাইয়ে, ১৪ ফেব্রুয়ারি৷ কী কারণে কলকাতায় রহমানের শো পিছিয়ে গেল, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ নতুন বছরে পা রেখে রহমানের ম্যাজিকে বুঁদ হওয়ার অপেক্ষায় দিন গুনবে কল্লোলিনী৷
