এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সালে ৪৪৪ রান একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ৷ এদিন সেই রেকর্ডও ভেঙেচুরে দিল অ্যালেক্স হেলস ও জনি বারিস্তোর ব্যাট ৷ এদিন সব ইংল্যান্ড ক্রিকেটাররাই ধামাকা দেখানোর জন্য নেমেছিলেন ৷ অ্যালেক্স হেলস ৯২ বলে ১৪৭, জনি বারিস্তো ৯২ বলে ১৩৯, ইয়ন মর্গ্যান ৩০ বলে ৬৭ ও জেসন রয় ৬১ বলে ৮২ রান করেন ৷ অস্ট্রেলিয় বোলারদের এদিন কোনও পাড়ার কোন দল বলে মনে হচ্ছিল ৷ বোলারদের সকলকেই তুলোধনা করেন তারা ৷
advertisement
আরও পড়ুন - গোল পেলেন সালাহ, তবুও বিশ্বকাপে বিদায়ের মুখে মিশর, নক আউটে রাশিয়া
এদিকে এই বিশাল রান তাড়া করতে গিয়ে কার্যত কুঁকড়ে যায় অস্ট্রেলিয়া ৷ একে বল বিকৃতি কান্ডে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা নির্বাসন কাটাচ্ছেন ৷ তারমধ্যে এই ধরণের হার ৷ অজি অধিনায়ক টিম পেইন জানিয়েছেন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ৷
ভারতের বিরুদ্ধে সিরিজের আগে এই ধরণের ক্রিকেট খেলে ইংল্যান্ড নিঃসন্দেহে বিরাট ও তাঁর দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ৷ একে ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে ভারতীয়দের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে ,তারওপর ইংলিশ ক্রিকেটারদের এই পারফরম্যান্স তাদেরকে আরও কড়া অভ্যর্থনার বার্তা দিচ্ছে ৷
এদিকে এদিন ইংল্যান্ড যে ঢঙে ম্যাচ খেলেছে তা ওয়ান ডেকেও কার্যত টি-টোয়েন্টি তে পরিণত করে দিয়েছে ৷ কিন্তু এতে খুশি নন ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন এই ধরণের খেলা ক্রিকেটের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ৷
