TRENDING:

সাবধান বিরাটরা , একদিনের ক্রিকেটে রেকর্ড ইংল্যান্ডের, টুইটে বিস্ফোরক সৌরভ

Last Updated:

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়ল ইংল্যান্ড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নটিংহ্যামশায়ার : একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়ল ইংল্যান্ড ৷  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান তুলল ৷ অন্যদিকে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল তারা ৷  ইংল্যান্ড জিতলো ২৪২ রানে ৷
advertisement

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সালে ৪৪৪ রান একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ৷ এদিন সেই রেকর্ডও ভেঙেচুরে দিল অ্যালেক্স হেলস  ও জনি বারিস্তোর ব্যাট ৷  এদিন সব ইংল্যান্ড ক্রিকেটাররাই ধামাকা দেখানোর জন্য নেমেছিলেন ৷  অ্যালেক্স হেলস ৯২ বলে ১৪৭, জনি বারিস্তো ৯২ বলে ১৩৯, ইয়ন মর্গ্যান ৩০ বলে ৬৭ ও জেসন রয় ৬১ বলে ৮২ রান করেন ৷ অস্ট্রেলিয় বোলারদের এদিন কোনও পাড়ার কোন দল বলে মনে হচ্ছিল ৷ বোলারদের সকলকেই তুলোধনা করেন তারা ৷

advertisement

আরও পড়ুন - গোল পেলেন সালাহ, তবুও বিশ্বকাপে বিদায়ের মুখে মিশর, নক আউটে রাশিয়া

এদিকে এই বিশাল রান তাড়া করতে গিয়ে কার্যত কুঁকড়ে যায় অস্ট্রেলিয়া ৷ একে বল বিকৃতি কান্ডে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা নির্বাসন কাটাচ্ছেন ৷ তারমধ্যে এই ধরণের হার ৷ অজি অধিনায়ক টিম পেইন জানিয়েছেন  খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ৷

advertisement

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে এই ধরণের ক্রিকেট খেলে ইংল্যান্ড নিঃসন্দেহে বিরাট ও তাঁর দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ৷ একে ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে ভারতীয়দের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে ,তারওপর ইংলিশ ক্রিকেটারদের এই পারফরম্যান্স তাদেরকে আরও কড়া অভ্যর্থনার বার্তা দিচ্ছে ৷

Photo Courtesy - Sourav Ganguly / Twitter Handle

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

এদিকে এদিন ইংল্যান্ড যে ঢঙে ম্যাচ খেলেছে তা ওয়ান ডেকেও কার্যত টি-টোয়েন্টি তে পরিণত করে দিয়েছে ৷ কিন্তু এতে খুশি নন ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন  এই ধরণের খেলা ক্রিকেটের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ৷

বাংলা খবর/ খবর/খেলা/
সাবধান বিরাটরা , একদিনের ক্রিকেটে রেকর্ড ইংল্যান্ডের, টুইটে বিস্ফোরক সৌরভ