সংবাদমাধ্যম এএনআইতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোদি এদিন বলেন, “বিজেপি প্রথমবারের মতো মুম্বইতে বৃহন্মুম্বই পৌর সংস্থার (BMC) নির্বাচনে জয় পেয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ পৌর সংস্থা এবং মহারাষ্ট্র রাজনীতিতে এই জয় গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে, বিজেপির কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে প্রথম মেয়র নির্বাচিত করেছিল। যেখানে একসময় বিজেপির ভোট জেতা অসম্ভব বলে মনে করা হত, সেখানেও বিজেপি এখন অভূতপূর্ব সমর্থন পাচ্ছে।”
advertisement
বাংলায় জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদি এদিন বলেন, “ভারতের মানুষ, বিশেষ করে Gen Z, বিজেপির উন্নয়নের মডেলে বিশ্বাস রেখেছে। এখানে আপনাদের উচ্ছ্বাস দেখে, আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, এবার বাংলার মানুষও BJP-কে বিপুল ভোটে জেতাবেন।”
সেই সঙ্গে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে মোদি বলেন, “অনুপ্রবেশ বাংলার সামনে খুব বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অনেক উন্নত এবং সমৃদ্ধ দেশ রয়েছে, যাদের টাকার অভাব নেই, তবুও তারা অনুপ্রবেশকারীদের সরিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে থেকেও অনুপ্রবেশকারীদের তাড়ানো সমানভাবে জরুরি।”
বৃহন্মুম্বই পৌর সংস্থার নির্বাচনে শুক্রবার জিতেছে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা জোট। সেখানের ২২৭টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮৯টি আসন এবং একনাথের শিবসেনা জিতেছে ২৯টি আসন। ক্ষমতায় আসতে দরকার ছিল ১১৪টি আসন, ১১৮টি আসন পেয়ে BMC-তে ক্ষমতায় এসেছে মহাজুটি।
