অমিত শাহের সংযোজন, ''আমরা চাই সুরক্ষিত, উন্নয়নশীল ও শিক্ষায় মোড়া গুজরাত। যেখানে একটি শক্তিশালী সরকার থাকবে। আর সেই কাজ আমরা বছরের পর বছর ধরে করে চলেছি। বিজেপির সঙ্গে মানুষের আশীর্বাদ আছে। গুজরাতের উন্নয়নে বিজেপি কোনও কসুর করেনি এবং রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ করেছে।''
আরও পড়ুন: বিজেপি এ বার সব নির্বাচনী রেকর্ড ভেঙে গুজরাতে জিতবে, বললেন অমিত শাহ
advertisement
অমিত শাহ বলেছেন, গুজরাত বিজেপিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে এবং দলও মানুষের ইচ্ছাপূরণে সফল হয়েছে। প্রসঙ্গত, এর আগে দিল্লি, ঝাড়খণ্ড, বাংলার ক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসার কথা বলেছিলেন শাহ। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। এবার গুজরাতের ক্ষেত্রেও একই কথা শাহের মুখে।
আরও পড়ুন: অখিলের জন্য দুঃখপ্রকাশ মমতার, তীব্র ধিক্কার! নাম না করে শুভেন্দুকেও নিশানা
অমিত শাহের সংযোজন, ''বিজেপি সরকার গুজরাতে প্রচুর জনকল্যাণমূলক কাজ করেছে। জেলা-পঞ্চায়েত স্তরে, বিধানসভা এবং লোকসভায় প্রত্যেক নির্বাচনে গুজরাতের মানুষ বিজেপিকে জয়মালা পরিয়েছে।''
অমিত শাহের দাবি, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গুজরাতের তীর্থস্থান যেমন, অম্বাজি এবং সোমনাথ মন্দিরের উন্নয়ন হয়েছে। পূর্ববর্তী কংগ্রেস সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ''এর আগে মানুষ ২৬ ঘণ্টা বিদ্যুৎ, নর্মদার জল পেতেন না। বছরের ২০০ দিন রাজ্যে কারফিউ থাকত। কিন্তু বিজেপি জমানায় রাজ্যে কোনও কারফিউ হয়নি।'' এমনকী আম আদমি পার্টির এবারের ভোটে অংশগ্রহণ করাকেও তেমন গুরুত্ব দিতে চাননি অমিত শাহ।