TRENDING:

TMC Woman MP Team: বিজেপির একজনও নেই, ১১ মহিলা সাংসদ নিয়ে সংসদে মমতার 'টিম'! নতুন মুখ ৫

Last Updated:

TMC Woman MP Team in Lok Sabha 2024: এগারো মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেসের এবারে নির্বাচিত। এই রাজ্য থেকে বিজেপির কোনও মহিলা সাংসদ প্রতিনিধি নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এগারো মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেসের এবারে নির্বাচিত। এই রাজ্য থেকে বিজেপির কোনও মহিলা সাংসদ প্রতিনিধি নেই। এর মধ্যে তৃণমূলের নতুন মুখ ৫ জন। রচনা বন্দোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, মিতালি বাগ।
তৃণমূলের মহিলা ১১ সাংসদ
তৃণমূলের মহিলা ১১ সাংসদ
advertisement

২০১৯-য়ের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে বেড়েছে তৃণমূলের আসন সংখ্যা, বাড়ল মহিলা সাংসদও। সপ্তদশ লোকসভায় জোড়-ফুলের প্রতীকে লোকসভায় পৌঁছেছিলেন ৯ জন মহিলা সাংসদ। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১।

এবারের লোকসভা ভোটে ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তাঁদের মধ্যে এগারো জন জয়ী হয়েছেন, শতাংশের হিসাবে ৩৮ শতাংশ। অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিল পাশ করানো বিজেপিতে মহিলা সাংসদ রয়েছে মাত্র ১২ শতাংশ। বাকি ছয় জন পুরোনো শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল ও মহুয়া মৈত্র‍।

advertisement

এবার বাংলা থেকে ১১ জন মহিলা যাচ্ছেন সংসদে

কলকাতা দক্ষিণে মালা রায়

বারাসতে কাকলি ঘোষ দস্তিদার

উলুবেড়িয়া সাজদা আহমেদ

বীরভূমে শতাব্দী রায়

জয়নগরে প্রতিমা মণ্ডল

কৃষ্ণনগরে মহুয়া মৈত্র

যাদবপুরে সায়নী ঘোষ

বর্ধমান পূর্বে শর্মিলা সরকার

মেদিনীপুরে জুন মালিয়া

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগে মিতালী বাগ

আরও পড়ুন: বৃহস্পতিতে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ! কখন রেজাল্ট আউট? ‘ফাইনাল আনসার কি’ মিলিয়ে আজই দেখুন নম্বর

advertisement

এছাড়া তৃণমূলের রাজ্যসভায় রয়েছেন দোলা সেন, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব ও মমতা বালা ঠাকুর, মৌসম বেনজির নুর। বিধানসভায় তৃণমূল সদস্যদের ৩৩ শতাংশের বেশি মহিলা। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বেই শুধুমাত্র মহিলাদের গুরুত্ব দেওয়া নয়, বর্তমান এবং আগামী দিনের মহিলা ভোটারদের দিকেও বিশেষ নজর দিয়ে থাকেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ঋতুপর্ণা সেনগুপ্ত কোথায়! এড়ালেন ইডি-র হাজিরা, কেন জানেন? এবার কী হবে?

advertisement

প্রথম বার ক্ষমতায় আসার পরই কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প ঘোষণা করেন তিনি। রাজ্যে শেষ বিধানসভা ভোটের আগে তাঁর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প অনেকের কাছেই ‘মাস্টারস্ট্রোক’ বলে স্বীকৃত। এই লোকসভায় লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম কার্যকরী হয়েছে তৃণমূলের।

অন্যদিকে, বিজেপির মহিলা মুখ এই রাজ্য থেকে লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী যাঁরা সাংসদ ছিলেন তাঁরা হেরে গেলেন। শ্রীরূপা মিত্র চৌধুরী ও অগ্নিমিত্রা পাল ফের বিধানসভায় ফিরবেন। রেখা পাত্র ও পিয়া সাহা তাঁরা দু’জনেই হেরে গিয়েছেন। হেরেছেন রাজমাতা অমৃতা রায়ও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC Woman MP Team: বিজেপির একজনও নেই, ১১ মহিলা সাংসদ নিয়ে সংসদে মমতার 'টিম'! নতুন মুখ ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল