এদিকে এদিন বিজেপির বুথ অফিসে ঢুকে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। কথা বললেন বিজেপির বুথ সভাপতির সঙ্গে। সৌজন্যের ছবি জলপাইগুড়িতে। বানারহাট এলাকায় বিজেপির বুথ অফিসে যান নির্মল চন্দ্র রায়। ঠিক মতো ভোট হচ্ছে কি না, তা নিয়ে খোঁজ নেন। এমনকী, বিজেপি-র বুথ সভাপতিকে বলেন, ‘‘ভোট শেষ হলেই ফের চা-চপ-মুড়ি নিয়ে বসে সন্ধ্যার আড্ডা হবে।’’ বুথ সভাপতি গোলিচন্দ্র রায় বলেন, ‘‘এটাই আমাদের জলপাইগুড়ি। রাজনৈতিক প্রতিপক্ষ যাই হোক না কেন আমাদের সৌজন্যের অভাব হবে না।’’ তবে ভোটে জেতার শুভেচ্ছা জানালেন কি না, সেই প্রশ্নে হাসির ঝড় ওঠে বুথে। নির্মলবাবু অবশ্য আশা রাখেন, তার বিপক্ষ প্রার্থীও তৃণমূলের বুথে এসে সৌজন্য দেখাবেন ৷
advertisement
আরও পড়ুন– রাশিফল ১৯ এপ্রিল; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
দেশ জুড়ে আজ, শুক্রবার শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটগ্রহণ চলছে। এ বার মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ, শুক্রবার চলছে ভোট।