News 18 Mega Exit Poll-এর এক্সিট পোল অনুযায়ী, তামিলনাড়ুতে বিজেপি পেতে পারে মাত্র ১-৩ আসন, কংগ্রেস ও ডিএমকে-র ইন্ডিয়া জোট পেতে পারে ৩৬-৩৯ আসন। অন্যান্যরা পেতে পারে ০-২ আসন। অপরদিকে, পুদুচেরিতে ১ আসনে ভোট হয়েছে। সেই একটি আসন পেতে পারে কংগ্রেস।
advertisement
ইন্ডিয়া জোট দাবি করছে, তারা ২৯৫টির বেশি আসন পেতে চলেছে। বিরোধী জোটের দাবি, উত্তরপ্রদেশে ৪০, রাজস্থানে ৭, মহারাষ্ট্রে ২৪, বিহারে ২২, তামিলনাড়ুতে ৪০, কেরলে ২০, পশ্চিমবঙ্গে তৃণমূল সহ ২৪টি আসন, পঞ্জাবে ১৩, চণ্ডীগড় ১, দিল্লিতে ৪টি আসন, ছত্তিশগড়ে ৫টি আসন, ঝাড়খণ্ডে ১০টি, মধ্যপ্রদেশে ৭টি আসন, হরিয়ানায় ৭টি আসন, কর্নাটকে ১৫ থেকে ১৬টি আসন পাবে ইন্ডিয়া জোট।
advertisement
ডিসক্লেমার – এটি বুথ ফেরত সমীক্ষা৷ এতে ফলের আভাস পাওয়া যায় মাত্র৷ এটি চূড়ান্ত ফল নয়৷ চূড়ান্ত ফলে এই আভাস নাও মিলতে পারে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 6:52 PM IST