পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে আজ রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারে আসার কথা ছিল সায়নের। তাঁর আসার আগে আগেই এলাকায় লাল পতাকা লাগিয়ে সাজিয়েছিলেন বাম কর্মীরা। সেইসব পতাকাই রাতের অন্ধকারে ছেঁড়া হয়েছে, খুলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিএমের।
আরও পড়ুন: ‘আমার কি রান্নাঘরে থাকা উচিত?’ কংগ্রেস বিধায়ককে নজিরবিহীন আক্রমণ সাইনার
advertisement
নন্দীগ্রামে তাদের দলের পতাকা ছিড়েছে বিজেপিই। অভিযোগ সায়ন বন্দ্যোপাধ্যায়ের। পতাকা লাগানোর সময়ই বাম কর্মীদের বিজেপির স্থানীয় নেতারা ভয় আর হুমকি দেখাচ্ছিল বলে সায়নের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 11:03 AM IST