হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন তিনি। র্যালির সামনেই ভেঙে পরে গাছের ডাল। তড়িঘড়ি সওকাত মোল্লার গাড়ি করে ওই এলাকা ছাড়েন সায়নী।
আরও পড়ুন: চাকরিহারাদের হল না সুরাহা, সুপ্রিম কোর্টে পিছোল শুনানি! ফের শুরু অপেক্ষা, পরবর্তী শুনানি কবে?
পাশাপাশি প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের কারণে বেঁওতা ১ এর ক্রোলবেড়িয়া এলাকায় নির্বাচনী সভা বন্ধ করে আটকে থাকেন সায়নী। ফাঁকা চেয়ার সামনে রেখে বন্ধ ঘর থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে তিনি এলাকা ছাড়েন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 7:57 AM IST