TRENDING:

Prashant Kishor prediction: পাঁচ দফার ভোট শেষ, কত আসন পাবে বিজেপি? ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

Last Updated:

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক ভাবে ৩০৩টি আসন দখল করেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে ক্ষমতায় ফিরছে, এর আগেই তা দাবি করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এবার তিনি নির্দিষ্ট ভাবে জানিয়ে দিলেন, বিজেপি একক ভাবে কত আসনে জয়ী হতে পারে৷
প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী মিলবে?
প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী মিলবে?
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা দাবি করছেন, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪০০ আসনের বেশি দখল করবে৷ বিজেপি একক ভাবে অন্তত ৩৭০ আসনে জয়ী হবে বলেও দাবি করছেন তারা৷

প্রশান্ত কিশোর অবশ্য এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, বিজেপির ক্ষমতায় ফেরা নিয়ে তাঁর মনে অন্তত কোনও সংশয় নেই৷ কারণ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জনমানসে বড়সড় কোনও ক্ষোভ জমে আছে, এমনটা তিনি মনে করেন না৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে বদলে ফেলতে হবে, এমন কিছু সাধারণ মানুষ ভাবছেন না বলেই মত প্রশান্ত কিশোরের৷

advertisement

আরও পড়ুন: আজ সন্ধে থেকেই বৃষ্টি শুরু কলকাতায়, চলবে কতদিন? বিপদ এড়াতে সতর্কবার্তাও দিল হাওয়া অফিস

এই যুক্তি দিয়েই তিনি বলেছেন, যদি ৩৭০-এর বদলে বিজেপি ২৭৫ আসন পায়, তাহলে তো নিশ্চয়ই তাদের নেতারা বলবেন না যে তারা সরকার গঠন করবেন না৷ ফলে, ‘বিজেপি ২৭২-এর ম্যাজিক ফিগার পার করছে কি না, সেটা দেখা প্রয়োজন৷ রাজনীতি এবং কথার যুদ্ধ চলতেই থাকবে৷ কিন্তু এনডিএ ক্ষমতায় ফিরবে না, এমন কোনও সম্ভাবনা আমি অন্তত দেখছি না৷’

advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক ভাবে ৩০৩টি আসন দখল করেছিল৷ প্রশান্ত কিশোর বলছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি যে সংখ্যক আসন পেয়েছিল, এবারও একই রকম অথবা তার থেকে সামান্য বেশি আসন পেতে পারে৷”

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

তবে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে স্বভাবতই বিরোধী শিবিরের নেতাদের মতামত মিলছে না৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভা থেকেই দাবি করছেন, বিজেপি ক্ষমতায় ফিরছে না৷ দুশো আসন দখল করতেই বিজেপি বেগ পাবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বলেছেন, এক একটি দফার নির্বাচন শেষ হচ্ছে আর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় ফিরছে না, আগামী ৪ জুন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসছে৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Prashant Kishor prediction: পাঁচ দফার ভোট শেষ, কত আসন পাবে বিজেপি? ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল