TRENDING:

Lok Sabha elections 2024: বিজেপি বিধায়ককে গ্রেফতারের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! শিলিগুড়িতে বুথের বাইরে তুলকালাম

Last Updated:

ঘটনার সূত্রপাত এ দিন শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে৷ ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন মন্ত্রী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, শিলিগুড়ি: ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে গ্রেফতারের চেষ্টা পুলিশের৷ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গাড়ি নিয়ে রীতিমতো বিজেপি বিধায়কের গাড়িকে ধাওয়া করল পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম দফার ভোটে শিলিগুড়িতে তুলকালাম৷ পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি বিধায়কের অনুগামীরা৷ শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে বিজেপি বিধায়ককে কার্যত ছিনিয়ে নিয়ে যান দলের কর্মীরা৷
বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে গ্রেফতারের চেষ্টা পুলিশের৷
বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে গ্রেফতারের চেষ্টা পুলিশের৷
advertisement

ঘটনার সূত্রপাত এ দিন শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে৷ ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন মন্ত্রী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷ ওই এলাকাটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে৷ পুলিশের অভিযোগ, নিজের বুথ এলাকার বাইরে এসে এ দিন ৩৩ নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢোকার চেষ্টা করেন শিখা চট্টোপাধ্যায়৷ তখনই পুলিশ তাঁকে বাধা দেয়৷ বিজেপি বিধায়ককে আটকেরও চেষ্টা করে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: ভোট দিলেন বিশ্বের সবথেকে খর্বকায় মহিলা জ্যোতি, ছোট থেকেই কেন উচ্চতা বাড়েনি তাঁর?

এর পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ পুলিশ বিজেপি বিধায়ককে আটক করার চেষ্টা করতেই বাধা দেন বিজেপি কর্মীরা৷ পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক এবং তাঁর অনুগামীরা৷ বিজেপি বিধায়ককে জোর করে গাড়িতে তুলে ওই জায়গা থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়৷ পুলিশ পাল্টা বিজেপি বিধায়কের গাড়ি আটকানোরও চেষ্টা করে৷ শেষ পর্যন্ত নিজের বিধায়ক কার্যালয়ে পৌঁছন বিজেপি বিধায়ক৷ শেষ পর্যন্ত অবশ্য রণে ভঙ্গ দেয় পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়৷ বিজেপি বিধায়ককে নিয়ে রীতিমতো দু পক্ষের মধ্যে টানাহ্যাঁচড়া চলতে থাকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বিজেপি বিধায়ক অবশ্য দাবি করেন, এলাকার বিধায়ক হিসেবে তিনি বিভিন্ন বুথে ঘুরে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতেই পারেন৷ তাঁর অভিযোগ, গৌতম দেবই পুলিশকে দিয়ে তাঁকে হেনস্থা করিয়েছেন৷ যদিও বিজেপি বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছেন গৌতম দেব৷ এই ঘটনায় তৎপর হয়েছে নির্বাচন কমিশনও৷ ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: বিজেপি বিধায়ককে গ্রেফতারের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! শিলিগুড়িতে বুথের বাইরে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল