কলকাতায় মোদি শাহকে দিয়ে সভা করারও পরিকল্পনা বঙ্গ বিজেপির। সভা করার বিষয়টি চূড়ান্ত না হলেও পৃথক রোড শো করবেন মোদি-শাহ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও নরেন্দ্র মোদি এবং অমিত শাহ আলাদা আলাদা দুটি রোড শো করবেন কলকাতায়। তবে তাঁদের সভা করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’’
advertisement
শেষ দফার ভোট প্রচারে কলকাতায় রোড শো মোদি- শাহর রাজনৈতিক ভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। প্রধানমন্ত্রীর কলকাতায় রোড শো করার বিষয়টি চূড়ান্ত হলেও রোড ম্যাপ এখনও চূড়ান্ত হয়নি। কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর বারাসাত দমদম যাদবপুর এই কেন্দ্রগুলিকে একত্রিত করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে পৃথক রোড শো করার পরিকল্পনা বঙ্গ বিজেপির।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পর এবার গেরুয়া শিবিরের নজরে কলকাতা। চব্বিশের ভোটকে পাখির চোখ করে কলকাতা থেকে দলের সংসদ সদস্য করার ব্যাপারে মরিয়া গেরুয়া শিবির। একদিকে যখন লোকসভা ভোটের শেষ প্রচার কলকাতা দিয়ে শেষ করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রচারের ময়দানে কলকাতায় নামিয়ে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির।