TRENDING:

Election 2024 Voting Updates: ১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল দার্জিলিংয়ে, রায়গঞ্জ ও বালুরঘাটেও মহোৎসাহে চলছে ভোটপর্ব

Last Updated:

Lok Sabha Election 2024 Polling Updates: দ্বিতীয় দফায় নির্বাচনেও বিপুল অংশগ্রহণ দেখতে পাওয়া গেল সকাল থেকেই৷ দ্বিতীয় দফায় মোট তিনটি আসনে ভোটগ্রহণ পর্ব চলছে৷ এই তিনটি আসন হল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগের শুক্রবার ভোটের হারের নিরিখে বিপুল সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছিল রাজ্য৷ ঠিক তার এক সপ্তাহ পরে দ্বিতীয় দফায় নির্বাচনেও বিপুল অংশগ্রহণ দেখতে পাওয়া গেল সকাল থেকেই৷ দ্বিতীয় দফায় মোট তিনটি আসনে ভোটগ্রহণ পর্ব চলছে৷ এই তিনটি আসন হল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট৷
advertisement

নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে দার্জিলিংয়ে ৩২.৭৫ শতাংশ, রায়গঞ্জে ভোট পড়েছে ৩২.৫১ শতাংশ, বালুরঘাটে ভোট পড়েছে ২৮.১১ শতাংশ৷ অর্থাৎ প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে অনেকটাই৷ এই হারে ভোট পড়তে থাকলে এদিনও সব শেষে ভোটের হার প্রায় ৭০ শতাংশ পার করে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷

advertisement

আরও পড়ুন – West Bengal Lok Sabha Election 2024 LIVE: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস ধর

দার্জিলিংয়ে বিজেপির বিজয়ী প্রার্থী রাজু বিস্তা, তার সঙ্গে লড়াই করছেন তৃণমূলের গৌতম লামা৷ অনেকেই বলছেন, এ বারে পাহাড়ের ভোটে অন্য দিকে হাওয়া বইছে৷ অন্য দিকে রায়গঞ্জে এ বার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী৷ বিজেপি থেকে যিনি তৃণমূলে এসেছিলেন৷ এ ছাড়া বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফের প্রার্থী হয়েছেন৷ সেখানে বিপ্লব মিত্র তৃণমূলের প্রার্থী৷ সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election 2024 Voting Updates: ১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল দার্জিলিংয়ে, রায়গঞ্জ ও বালুরঘাটেও মহোৎসাহে চলছে ভোটপর্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল