TRENDING:

Howrah voter death: সাধ ছিল আর একবার ভোট দেবেন! ইচ্ছেপূরণের দশ মিনিটের মধ্যেই হাওড়ায় মৃত্যু বৃদ্ধার

Last Updated:

অসুস্থতার কারণেই গত বছর পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে যেতে পারেননি গায়ত্রীদেবী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বয়স প্রায় ৯৫৷ শারীরিক সমস্যার জন্যই পঞ্চায়েত ভোটে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি৷ ইচ্ছে ছিল, যেভাবেই হোক লোকসভা নির্বাচনে ভোট দেবেন৷ সেই মতো নির্বাচন কমিশনে আবেদন করে বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করিয়েছিলেন পরিবারের সদস্যরা৷ শনিবার সেই ভোট দেওয়ার দশ মিনিটের মধ্যেই হাওড়ার জগৎবল্লভপুরে মৃত্যু হল গায়ত্রী মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধার৷
ভোট দেওয়ার পরেই মৃত্যু হল হাওড়ার বাসিন্দা গায়ত্রী মুখোপাধ্যায়ের৷
ভোট দেওয়ার পরেই মৃত্যু হল হাওড়ার বাসিন্দা গায়ত্রী মুখোপাধ্যায়ের৷
advertisement

কাকতালীয় হলেও এমন ঘটনায় হতবাক ওই বৃদ্ধার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরাও৷ তাঁরা বলছেন, ভোট দিয়ে অন্তত নিজের শেষ ইচ্ছা পূর্ণ করতে পারলেন গায়ত্রীদেবী৷

আরও পড়ুন: শুধু টিকিট দেখা নয়, ট্রেনে টিকিট পরীক্ষকের উপরে থাকে অনেক দায়িত্ব! কী বলছে রেলের নিয়ম?

হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল নিজবালিয়া অঞ্চলের বাসিন্দা গায়ত্রী মুখোপাধ্যায় বয়সজনিত কারণে অনেক দিন ধরেই অসুস্থ৷ বৃদ্ধার তিন ছেলে এবং দুই মেয়ে৷ বাড়িতে আছেন নাতি নাতনিরাও৷ জগৎবল্লভপুর হাওড়ায় হলেও এই এলাকাটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ আগামী সোমবার শ্রীরামপুরে ভোট রয়েছে৷

advertisement

অসুস্থতার কারণেই গত বছর পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে যেতে পারেননি গায়ত্রীদেবী৷ এবার তাই সন্তানদের কাছে ভোট দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি৷ প্রবীণ, ভোটকেন্দ্রে আসতে অক্ষম ভোটারদের জন্য লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন৷ এ দিন সকালে কমিশনের কর্মীরা গায়ত্রীদেবীর বাড়িতে এসে তাঁর ভোট নেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ভোট দিতে পেরে খুবই খুশি হন ওই বৃদ্ধা৷ কিন্তু এর কয়েক মিনিটের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি৷ দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ চিকিৎসককে খবর দিলে তিনি এসে গায়ত্রীদেবীকে পরীক্ষা করে জানান, ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ মৃত্যুর আগে অন্তত গায়ত্রীদেবীর ভোট দেওয়ার ইচ্ছে পূরণ হয়েছে, এটা ভেবেই কিছুটা স্বস্তি পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Howrah voter death: সাধ ছিল আর একবার ভোট দেবেন! ইচ্ছেপূরণের দশ মিনিটের মধ্যেই হাওড়ায় মৃত্যু বৃদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল