TRENDING:

Abhishek Banerjee: খেলা ঘোরালেন অভিষেক? সবুজ ঝড়ের পরই শহর জুড়ে নতুন হোর্ডিং, বিতর্কে নারাজ তৃণমূল

Last Updated:

স্বভাবতই নতুন এই হোর্ডিংকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা তৈরি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন তৃণমূলের বার্তা দিয়ে হোর্ডিং, ব্যানার ছড়িয়ে পড়েছিল৷ ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগেও নতুন তৃণমূল নিয়ে শাসক দলের অন্দরে বিতর্ক কম হয়নি৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ফের শহর জুড়ে লাগানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এক বিশেষ ধরনের হোর্ডিং৷ অভিষেকের ছবি দিয়ে ওই হোর্ডিংয়ে লেখা হয়েছে, ‘দ্য গেম চেঞ্জার দাদা’৷ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে খেলা ঘুরিয়েছেন অভিষেকই৷
অভিষেকের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে বিতর্ক তৃণমূলে৷
অভিষেকের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে বিতর্ক তৃণমূলে৷
advertisement

গত মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে৷ তৃণমূলের একপেশে ফলের পরই অভিষেকের ছবি দেওয়া এই হোর্ডিং ই এম বাইপাস, মানিকতলা, শিয়ালদহ সহ কলকাতার বিভিন্ন এলাকায় চোখে পড়েছে৷

আরও পড়ুন: নিজের গড় বহরমপুরেই হেরেছেন, তার পরেও একটি কারণেই পাঠানের প্রশংসায় অধীর!

স্বভাবতই নতুন এই হোর্ডিংকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা তৈরি হয়েছে৷ লোকসভা নির্বাচনের আগেও তৃণমূলের শীর্ষ স্তরে ক্ষমতার ভরকেন্দ্র কার হাতে, তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এ নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছিলেন বিরোধীরাও৷ ভোটের প্রচার পর্বে রাজ্য জুড়েই প্রচারে ঝড় তোলেন মমতা-অভিষেক৷ নির্বাচনের ফল বেরোতেই অবশ্য যাবতীয় বিতর্ক মুছে দিয়েছে রাজ্যের শাসক দল৷ তবে অভিষেকের ছবি এই হোর্ডিং আবার নতুন করে বিতর্কের জন্ম দিল৷

advertisement

লোকসভা নির্বাচনে রাজ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷ ২০১৯-এর ধাক্কা সামলে উঠে এবার নিজেদের আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিয়েছে রাজ্যের শাসক দল৷ অভিষেক নিজে ৭ লক্ষেরও বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক নিজে৷ এর পরে দিল্লিতে গিয়ে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব অভিষেকের উপরেই ছাড়েন তৃণমূলনেত্রী৷ সেই বৈঠকের পর অখিলেশ যাদব, সঞ্জয় রাউত, উদ্ধব ঠাকরের মতো নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেক৷ ফলে তৃণমূলের ক্ষমতার রাশ হাতে থাকা নিয়ে কোনও রকম বিতর্কের অবকাশই নেই বলে দাবি করছেন শাসক দলের নেতারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শহর জুড়ে অভিষেকের ছবি দেওয়া নতুন এই হোর্ডিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দোপাধ্যায়ের সেনাপতিত্বে ভোট হয়েছে। অভিষেকের অক্লান্ত পরিশ্রম ও রণনীতি একটা ফ্যাক্টর হয়ে উঠেছেন। মমতা বন্দোপাধ্যায় শেষ কথা। কিন্তু অভিষেকের কাজ মানুষ মনে রেখেছে। তাই এই শুভেচ্ছা মানুষ জানাচ্ছেন।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: খেলা ঘোরালেন অভিষেক? সবুজ ঝড়ের পরই শহর জুড়ে নতুন হোর্ডিং, বিতর্কে নারাজ তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল